আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব।
চিত্রে শাহবাগে যাবার প্রস্তাব শূনে বিস্মিত ইউনুচ
শাহবাগে যেতে অস্বিকৃতি জানিয়ে বাংলাদেশের নোবেল বিজয়ী অর্থনীতীবীদ ও গ্রামীন বেংকের বিতাড়িত মালিক ড. মুহম্মদ ইউনূস বলেছেন, শাহবাগে যাব না। ওখানে টেকা নাই।
আজ এক সংবাদ সম্মেলনে ইউনূস এ কথা বলেন।
ইউনূস বলেন, আমি শান্তির জন্য নোবেল পেয়েছি।
আর শাহবাগের পুলাগুলি খালি আমায় ডাকে। বলে ইউনুছ হয়ার আর ইউ। আমি ঐখানে অশান্তির মধ্যে কেন যাব? তাছাড়া শাহবাগে টেকাটুকার কুন বেবস্থা নাই।
নোবেল বিজয়ী অভিমান করে বলেন, অশান্তির মধ্যে গেলে নোবেল কমিটি নোবেল পুরস্কার ফিরিয়ে নিতে পারে। তখন বাংগালী জাতির উচ্চতা আবার কমে পাচ ফুট হবে।
অন্যান্য প্রত্যংগের দৈর্ঘও কমে পারে। অথচ তারা আমায় শাহবাগে যেতে বলে।
ইউনূস বলেন, যেখানে টেকাটুকা নাই সেখানে আমিও নাই। আমি বড়লুকের দেশে বক্তিতা দেই, টেকা পাই।
টাকা দেওয়া হলে শাহবাগে যাবেন কি না, এমন প্রশ্নের জবাবে ইউনূস বলেন, "কুটি টেকা দিলেও যাব না।
শাহবাগে রেপ হয়। "
সুত্র
বিদ্রঃ না। শাহবাগে রেপ হয় না। ঐ টা ছাগু প্রচারনা। আর তাতে উনি সুর মিলাইছেন না যাওয়ার লৈগা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।