নিজেকে চেন। প্রতিবাদের বহ্নিশিখার প্রজ্জলিত আলোয় উদ্ভাসিত আমাদের তরুণ প্রজন্ম আবারো প্রমান করলো, এই দেশ মুষ্টিমেয় কতো গুলো স্বাধীনতা বিরোধী নরপশু কিংবা দুর্নীতিবাজ, নির্লজ্জ, রাজনীতিবিদদের নয়। এই দেশ আমাদের, ১৬ কোটি মানুষের। আজ এই মহেন্দ্রক্ষনে, ৭১'র রাজাকারদের ফাঁসির দাবির সাথে, আসুন আবার আমরা শপথ নিই- সুন্দর, সমৃদ্ধ একটা দেশ গড়ার, যে রকম একটা দেশের স্বপ্ন দেখে আসছি বিগত ৪১ বছর ধরে। ১৭ ফেব্রুয়ারী, রবিবার, বেলা ৩ টায়, PLACE DE TROCADERO, PARIS. আইফেল টাওয়ারের পাশে, দেখা হবে মুক্তির গানে, শ্লোগানে, শ্লোগানে .... ''রাজাকারের ফাঁসি চাই এবার তোদের রেহাই নাই।''
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।