সন্ধিক্ষণ পাড়ি দিচ্ছে সময়, সময়ের পাশে দাঁড়াও সন্ধিক্ষণ পার করছে দেশ, তুমি দেশের পাশে থাকো আমাকে ইচ্ছার স্বাধীনতা দিয়েছে সময়, দরিদ্র স্বদেশ-- আমি একে পাশ কাটিয়ে কবিতা লিখতে পারব না নন্দনতত্ত্বের সংজ্ঞা মুখস্থ করি-না করি আমি জানি, আমাকে প্রতিদিন মুক্তিযুদ্ধ করে যেতে হবে বাবার কবরের দিকে, বিধবা মায়ের দিকে তাকিয়ে... ৫.২.২০১৩ খ. গোলাপ কখনো শুধু ফুলই শুধু নয় গোলাপেও লেগে থাকে রক্ত, প্রতিবাদ মানুষের বুকের মধ্যেও জমে থাকে গোপন আগুন সে-আগুনে লুকিয়ে থাকে ভালোবাসা সে-আগুন দাবানল হয়ে ছড়িয়ে পড়ে জনপদে জনপদ এসে কেন্দ্রস্থিত হয় শাহবাগে যখন, শাহবাগও নয় শুধু এক মহানগরীর ফুলের বাগান শাহবাগ ছড়িয়ে দেয় আগুন শাহবাগ ছড়িয়ে দেয় দাবানল শাহবাগই হয়ে যায় ফুঁসে ওঠা বাংলাদেশ ফলে আগুনবুকের মানুষ, মুক্তিকামী জনতাই বিচার করবে দেশদ্রোহী দাঁতাল শুয়োরগুলোর শাহবাগ সেই মন্ত্র শিখিয়ে দেয় আমাদের তারুণ্যকে বাংলাদেশ, তোমাকে আমার অশ্রুসিক্ত মায়ের মতোই ভালোবাসি... ৬. ২.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।