আমাদের কথা খুঁজে নিন

   

লেবুপাতায় দিন বেঁচি ছায়া রেখে নিষ্পাপ

শঙ্খপাপ আমার

একবিকালে লেখা খণ্ডিত কয়েকটি ১২/০৬/২০০৯ ===================== বাস্তবতা জলের তাড়নায় উচ্চে উঠে এসেছি পাশে রেখে একটি নবীন কবর- কবরে একটি শরমিন্দা স্বর; পরিচয়চিহ্নের জলে দেহের গভীরতা মাপে। ========================== ইস্কুলফেরতা শিশুঝাঁক বিকালের ঝাঁকে জ্ঞানশালা থেকে আমি বেরিয়ে আসতে দেখেছি পায়রাসমূহের চোখ, মুখ আর গ্রীবা; গ্রীবায় তাদের শীতনিদ্রা যাপনের ইঙ্গিত। আমি: পায়রা, কথা কও না গলা ছাড়ি পায়রা: কথা বলে না ঘরস্বর আমি: কেন? পায়রা: পায়রা হয়ে থাকে শুভ্র, গত দেহের পুরাণ মুছে। ================================= লেকের জঙ্ঘায় একজন বককে বসে থাকতে দেখেছি নারিকেলের পাতার গোপনে, বকের বুক জুড়ে শূন্য নদী সামনে তিনঘরজানালা বকের নদী কোন জানালার সমুদ্রে ঝাঁপ দিবে? ============================= লেবুপাতায় দিন বেঁচি ছায়া রেখে নিষ্পাপ দূরে গিয়ে ক্রমশ ব্যাপকতা হারায় কোমরের সিঁড়ি প্রলুব্ধ হয়ে উঠে কেবল শান্তিবাদী সুযোগের ধাপ চশমার কাঁচে আমি দেখেছি নাগরিক জল, খেলা করে সম্পর্কের শরীর প্রবল জল ফুরালে শিশির আসে সবাক, শিশিরের লেজে কুয়াশা! সবকিছু অস্বীকার করে লেবুপাতায় দিন বেঁচি ছায়া রেখে নিষ্পাপ ========================= এবং আমরা তোমার ভিতরে আমি ঢুকে গেছি কবেই তাই শরীরে নিশ্চুপ স্বরনির্ঝর ================== গোপন তোমার কপালে একটা তিল আছে, যাদের কপালে তিল থাকে তাদের বুকের কাছে নদীতিল বা তিলনদী থাকে জানি! বুকের নদী দেখলে আমি হেরে যাব নির্ঘাত। ===========================================

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।