আমাদের কথা খুঁজে নিন

   

লেবুপাতায় ফুরিয়ে যাক দিনের উত্তাপ

ডুবোজ্বর

২৩০২০৬-১ টেবিলে খানিকটা পানি পড়ে আছে গ্লাস থেকে ছলকে পড়া পানি একটা ছবি তৈরি করেছে রথ সৈনিক গাছ গাছের ডালে বসা পাখি শূন্যতার বেপরোয়া নীলে নতজানু মেঘ এই ঘটনা শুধু এই আঁকার টেবিলে যা কিছু অঘটন অদূরে সবাই দেখছে আমি দেখছি মোটামুটি বেখেয়াল খেয়ালি সুরে গান গাহিতেছে অজানিত পাখি ইহাই শুনিতেছি -------------------------------------------------------------------- ২৩০২০৬-২ এইখানে বৃষ্টি নামুক লেবুপাতায় ফুরিয়ে যাক দিনের উত্তাপ কারো চোখের তীরে শাদাফুল ফুটে উঠবে কান্নার রাতগুলি বর্ষায় মিশে যাবে সমুদ্রের ঢেউয়ের ফনায় নাচবে দুলে দুলে তুমি আসবে তুমি আসবে তুমি আসবে বাতাস কেঁপে উঠবে কেঁপে যাবো সুতীব্র শরীর

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।