তরুণদের ভাল কিছু করার আকাঙ্খা যখন তারনা দেয়, একটা দেশ তখনই অগ্রসর হয়। প্রথমে আমাদের আজকের ৩মিনিটের নীরবতা পালনের পিছে আমার একটা ব্যাখ্যা আছে, তা হচ্ছে, আমাদের অর্থাৎ
বাংলাদেশীদের যাদের শরীরে মেরুদণ্ড বিদ্যমান, আমরা সবাই দাড়িয়ে আজ যুদ্ধাপরাধীদের ফাঁসির পক্ষে এবং শাহবাগের গণআন্দোলনের
সাথে একাত্মতা ঘোষণা করলাম। তার সাথে দাড়িয়ে থেকে, আমাদের পা কে, এক নতুন দায়িত্বের কথা মনে করিয়ে দিয়েছিলো। কারণ এই পায়ে ভর করেই আরো দূরের পথে বহুদূর এগুতে হবে।
মাত্রইতো হাঁটা শিখলাম।
আচ্ছা যা বলতে চাচ্ছিলাম, আমাকে কেও ভুল বুঝবেন না। নতুন করে আবার আইন করে কাদের মোল্লার বিচার, এইটা একটা বিলম্বিত প্রক্রিয়া, তাই আমরা ওর বিচার মেনে নেই। আর আমরা আন্দোলন করি, এই ইস্যুতে যে, বাচ্চু রাজাকারের অন্তত একটা রায়ে ওকে বেখুশুর খালাস দেয়া হোক। শুধু তাই না, আমরা সাথে সাথে বাকি সকল রাজাকারের অন্তত একটা মামলাতে বেখুশুর খালাস চাই। কারণ এইটা তার নাগরিক অধিকার।
জাওজ্ঞা তবে আরেকটা দাবী, এইটা আসল। অগোর সব গুলানরে একটা নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে সবাইরে, ঠিক এক সময়ে, এক কারাগার থেকে, মুক্তি দেয়া হোক।
তার পর...... বাকি কাম আমাগো হাতে।
এর একটা ভালো দিক হচ্ছে, ইলিয়াস আলির নিঃসঙ্গতা কাটবে।
কেও গালিগালাজ কইরেন না, শুনতে ভালো লাগে না, কারণ আমি একজন মানুষ, রাজাকার না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।