চাকুরির পাশাপাশি অনেক দিন ধরে কোন কিছুই করার সময় ভালোভাবে হয়ে উঠেনি। জীবনের প্রায় ৮ বছর ধরে চাকুরির অভিজ্ঞতাটাকে এখন কাজে লাগাতে চাই। আমি পেশায় একজন ডিজাইনার। জীবনের পড়াশুনা এবং চাকুরির অভিজ্ঞতাটা ও অনেকদিন। তাই ভাবলাম দুই চার জনকে আমি গ্রাফিকস ডিজাইনিং এর কাজ গুলো ভালোভাবে শিখাইতে চাই।
দেখি যদি ব্যাটে বলে মিলে তাহলে হয়তো কাজে লেগে যাব। ইনশাহাল্লা!!!
যা শিখাবো...
গ্রাফিকস ডিজাইন বলতে যা বুঝে থাকি-
আমাদের দেশে একটু কম শিক্ষিত বা বোকা টাইপের লোক জনই একটু বেশি বলে মনে হয়। তাই তারা নিজেরা যাচাই বাচাই না করে তারা অপরের কথা শুনে বেশী। তাইতো তারা মনে হয় একটু দুই চার যায়গায় ধরা খেয়ে তারপর পাকা হয়। কথায় আছে "ধাক্কা না খেলে পাক্কা হয় না"
গ্রাফিকস ডিজাইন মানে ফটোশপ এবং ইলাস্ট্রেটর শিখানোকে বুঝায় না।
গ্রাফিকস ডিজাইনের বিস্তৃতি টা অনেক। যা আমরা একটু ভালোভাবে চিন্তা করলে আমরা এর জগতটাকে অনেক বড় করে দেখতে পাব।
যেসব কারিকুলামগুলো আমি শিখাব-
=) ডিজাইন কি
=) ডিজাইনের উপাদান ও উপকরন সম্পর্কে ধারনা
=) ডিজাইন এর ব্যাবহার
=) ডিজাইনের প্রকারভেদ
=) টাইপোগ্রাফি
=) কম্পোজিশন
=) ইমেজ এডিটিং
=) কালার কারেকশন
=) কালার সেপারেশন
=) আউটপুট তৈরিকরন
=) প্রিন্টিং প্রসেস
=) প্রাসপেকটিভ
=) ভিজিইলাইজেশন
=) ব্র্যান্ডিং
=) প্রিন্টিং প্রেস এর ধারনা ইত্যাদি।
যেসব সফটও্যার এর সাহায্য নেয়া হয়-
অনেকেই বিভিন্ন প্রকার সফটওয়্যারে কাজ করে থাকে। আমি সাধারনত অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর এর সাহায্য নিয়ে থাকি।
প্র্যাকটিক্যাল কাজ-
ভিজিটিং কার্ড, লেটারহেড, ফ্লায়ার, ব্রোশিয়ার, ক্যালেন্ডার, প্রচ্ছদ ডিজাইন, টেমপ্লেট ডিজাইন, লিটারেচার, ফাইল ফোল্ডার ডিজাইন, ব্র্যান্ডিং, ব্যানার ও পেস্টুন ডিজাইন এবং পেপার অ্যাড ইত্যাদি।
আর ও বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন-
যারা শিখতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারে-
মোবাইল: ০১৭১২ ৮৫৭৩৪৪
যোগাযোগের সময়: সন্ধ্যা ৬ টার পর
মেইল ঠিকানা:
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।