আমাদের কথা খুঁজে নিন

   

মামুনুর রশিদ কিরনের সংবাদ সম্মেলনে যুবলীগের হামলা \ সংঘর্ষ,ধাওয়া পাল্টা ধাওয়া,সাংবাদিকসহ আহত-২০,গ্রেপ্তার-৫



নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ কিরনকে বোমা মেরে হত্যার প্রতিবাদে আহবানতকৃত সংবাদ সম্মেলনে প্রতিপক্ষ গ্র“পের হামলায় সংবাদ সম্মেলন পন্ড । এসময় দু গ্র“পের মধ্যে হাতাহাতি ও চেয়ার ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে পরে চৌমুহনীর করিম রোডে আওয়ামলীগীরে দু গ্র“পের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় সাংবাদিকসহ উভয় পক্ষের মধ্যে ২০ জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং ৫ জনকে গ্রেপ্তার করে। ক্ষর্তমানে চৌমুহনীতে থমথমে ভার বিরাজ করছে।

শনিবার বিকাল ৪ টায় চৌমুহনীস্থ গোলাবাড়িয়ায় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে ডাকা সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মামুনুর রশিদ কিরন জানান, শুক্রবার রাত সাড়ে ১১ টার সময় দু জন লোক মারফত তাকে তাকে বোমা মেরে হত্যা করার ষড়যন্ত্র ও নাজিরপুরের আজিম মিয়ার বাড়িতে বোমা সহ সন্ত্রাসীরা অবস্থান করার সংবাদ পান। এখবর পেয়ে তিনি কয়েকজনকে গিয়ে ঘটনাস্থল গিয়ে বোমা তৈরির সরঞ্জাম ও সন্ত্রাসীদের জামা কাপড় পায়। কিন্তু তিনি আসার আগে সন্ত্রাসীরা পালিয়ে যায়। বিষয়টি রাতে বেগমগঞ্জ থানা পুলিশে খবর দেয়া হয়। সংবাদ সম্মেলনে পালিয়ে আসা সন্ত্রাসী গ্র“পের সদস্য দেলোয়ার হোসেন উপস্থিত সাংবাদিকদের জানান, গত কয়েকমাস থেকে সে বেকার অবস্থায় এলাকায় ঘুরাফেরা করছে।

এসময় তাকে সন্ত্রাসীগ্র“প তাকে মাসিক ৩০ হাজার বেতন ও হাত খরচ বাবদ ২ হাজার টাকা দেয়ার নাম করে বৃহস্পতিবার রাতে নাজিরপুরে যুবলীগ ক্যাডার জাহাঙ্গির ওরপে কসাই জাহাঙ্গীর (৩০) কাছে নেয় । সেখানে তাকে নেশাগ্রস্ত করে ছেড়ে দেয় এবং পরদিন(শুক্রবার)তাকে আবার ডেকে নিয়ে একটি স্কচ টেপে দিয়ে মোড়ানো কোমলপানীয় বোতল হাতে দিয়ে হোন্ডার নেমপ্লেট খুলে কসাই জাহাঙ্গীর তাকে রমজান বিবি নামকন্থানে একটি শোক সভায় যাওয়ার জন্য রওয়ানা দিলে সে কাকে বোমা মারতে হবে এই প্রশ্ন জিঞ্জাস করে । এসময় কসাই জাহাঙ্গীর তাকে জানায় মামুনুর রশিদ কিরনকে বোমা মারতে হবে। এ কথা জানার পর সে শোক সভায় যেতে রাজী না হওয়ায় সন্ত্রাসীরা তাকে একটি ঘরে আটক করে রাখে। রাতে সে টয়লেটে যাওয়ার কথা বলে কৌশলে পালিয়ে এসে মামুনুৃর রশিদ কিরনকে বিষয়টি জানায়।

সংবাদ সম্মেলনে দেলোয়ার আরো জানায়, কিলার গ্র“পের প্রধান কসাই জাহাঙ্গীর(৩০) সহ মাসুদ(২৬), সোহেল(২৮), আনোয়ার হোসেন ওরপে বাংলা আনোয়ার(২৬), রুবেল(২৫), হেলাল (২৬), স্বপন(২৫) ছিল। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিল আওয়ামলীগ নেতা আবুল হাসেম বিএ, ওমর ফারুক বাদশা, এ্যাডভোকেট শরীফ উল্যা, শিক্ষক নেতা নুর ইসলাম দুলাল জালাল আহম্মেদ, সাহাব উদ্দিন কাজল প্রমুখ। সম্মেলনের শেষ পর্যায়ে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী বেলায়েত হোসেন রাজু চেয়ার থেকে ওঠে হট্রগোল সৃষ্টি করলে উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ উল্যা গ্র“প ও কিরন গ্র“পের মধ্যে বাকবিতন্ডা শুরু করে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে এবং হাতাহাতি ও চেয়ার মারামারি হয়। হামলা চলাকালে নোয়াখালী সাংবাদিক ইউনিটির সাধারন সম্পাদক ও দৈনিক যায়য়াদিনের বেগমগঞ্জ সংবাদদাতা মিজানুর রহমান,দৈনিক নয়াদিগন্তের জেলা সংবাদদাতা মুহাম্মদ হানিফ ভূঁইয়া আহত হয়।

প্রায় আধা ঘন্টা ধরে দু গ্র“পের মধ্যে সংঘর্ষ চলার পর এক পর্যায়ে কিরন গ্র“প সংবাদ সম্মেলন অনুষ্ঠান স্থল ত্যাগ করে মিছিল করতে করেত বের হয়ে চৌমুহনীর করিমরোড দিয়ে যাওয়ার পথে প্রতিপক্ষ গ্র“প তাদের ওপর হামলা চালায় । এতে মহিন (৩২), লেলিন(২৮), মাসুম(২৬), জহির(৩৫), সুজন(২৮), রিয়াজ(২৫) ও উপজেলা যূবলীগ সভাপতি জহিরুল ইসলাম (৩৫) আহত হয়। আহতদের বেগমগঞ্জ উপজেলা ১০ শয্যা হাসাপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে বেগমগঞ্জ থানার ওসি হামিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এসময় চৌমুহনী-ফেনী রোডের দু পাশে যানজটের সৃস্টি হয়।

দোকন পাট বন্ধ হয়ে যায। পুলিশ পরে অভিযান চালিয়ে সালাহ উদ্দিন(১৭), সম্রাট ওরপে পিন্টু(২৩), নুর হোসেন ওরপে মুন্না(১৮), ইয়াকুব ওরপে রাজু(১৮), জয়নাল আবেদীন (১৮) নামে ৫ জনকে গ্রেপ্তার করেছে। http://www.youtube.com/user/mskamrul #

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।