বৃষ্টিতে হাঁটতে ভাল লাগে আমার কারন কেউ দেখেনা দুচোখের জল ধুয়ে যায় বৃষ্টিধারায়
দেখতে নিরীহ আর গোবেচারা হলেও একটি মোবাইল ফোনের অন্তরালে হয়ত লুকিয়ে থাকতে পারে একটি পয়েন্ট টু টু বোরের মারনঘাতী পিস্তল । না বিষয়টি কোন অলীক কল্পনা নয় । সম্প্রতি বিশ্বে সন্ত্রাসজগতে এই ধরনের নতুন একটি অস্ত্রের সংযোজন ঘটেছে। ঘটনাটি প্রথমবার নজরে আসে ইতালী পুলিশের । তারা যখন একটি ইতালীর মাফিয়া পরিবারে রেইড করে তখন অস্ত্রটি তাদের হাতে আসে।
এই অস্ত্রটি মূলত ইতালী নেপলসের এক ব্যক্তি প্রথম ডিজাইন বা তৈরী করেন।
অস্ত্রটি মানে পয়েন্ট টু টু বোরের পিস্তলটি সুকৌশলে একটি মোবাইল ফোনের ভেতরে স্থাপন করা হয়। এক্ষেত্রে পিস্তলটির ককিং লিভার টি রাখা হয়েছে সেল ফোনের ঠিক পিছনে । মোবাইল ফোনটি সুকৌশলে মাঝামাঝি জায়গায় স্লাইডিং করে খোলা যায় । এবং একসাথে ৪টি বুলেট লোড করে, কী প্যাডের একসারিতে ৪টি বাটন টিপে ৪টি বুলেট পরপর ফায়ার করা যায়।
অর্থাৎ কী প্যাডের এই বাটন গুলি ট্রিগার হিসেবে কাজ করে। এবং মোবাইলের ফোনের এন্টিনাটি ব্যারেল হিসেবে কাজ করে। এই মোবাইলে গায়ে একটি নকল ডিসপ্লে স্থাপন করা আছে যা এটিকে আরো বিশ্বাসযোগ্য করে তুলে একটি নিরীহি মোবাইল হিসেবে।
এই ধরনের অস্ত্রটি মোবাইলের ভেতর লুকানো থাকে বলে এখন বিশ্বের বিভিন্ন এয়ারপোর্ট এবং নিরাপত্তা স্থাপনাগুলোতে মোবাইল ফোন স্কানার এর মাধ্যমে পরীক্ষা করে ঢোকানো হচ্ছে। সাধারনত এই মোবাইলটি ওজনে কিছুটা ভারী হয় ।
তাই এই ওজন বিষয়টি বাহ্যিকভাবে সন্দেহের উদ্রেক তৈরী করে বলে প্রাথমিকভাবে এটি সহায়তা করে নিরাপত্তাকর্মীদের চিন্হিত করতে । এই মোবাইলের একটি ভিডিও চিত্র দেয়া হল
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।