আমাদের কথা খুঁজে নিন

   

ডিস্কো বান্দর ............

আমার এই পথ চাওয়াতেই আনন্দ........
{কৈন্চেন্দেহি মাইয়াডা কিডা? } আজ সকালে ল্যাবএইডের সামনে রোজকার জ্যামে বসে ঝিমাচ্ছিলাম। কি মনে করে কানে হেডফোন গুজে দিয়ে Frequency Modulation (FM) 88.0 মানে আম্গোর রেড্যু ফুত্তি তে টিউন্ড হলাম। যথারীতি ৫০-৫০ () ভোকালের এক পুলা আর্জে সুমানে পুত্পুতাইতাছে..... । আইজকা বিষ্যুৎবার, হেল্লিগা আইজক্যা নাকি হ্যাগোরে পূর্তি ... থুক্কু ফুত্তি দিবস। আইজ খালি মজ্জাই মজ্জা..... আইজ নাকি এপ-এন্ড-এপ মিল্যা খালি পান আর পান আর ... হ্যান...ত্যান....ত্যান...ভ্যান্ভ্যান.............. আমি আবার ঝিমাইতে লাগলাম।

অত:পর আৎখা শুরু হৈল আমার বিচারে স্মরণকালের ভয়াবহ ডিযুষতম গাহান- [মোট্কু ফিচারিং (উপরোক্ত) জোষিলা :::: এ্যালবামের নাম ডিস্কো বান্দর ] ... .......... তোমার পাঞ্জাবীটা জোশ, আমার দোপাট্টাও সুন্দর। তাই আমরা হলাম আজকে ডিস্কো বান্দর। । আই এ্যাম এ ডিস্কো ড্যান্সার, দারোগার পিছে আসে আনসার। আই এ্যাম এ ডিস্কো ড্যান্সার...................... ........ ইত্যাদি.... ইত্যাদি.... আমি তো কুনরকমে বাসের জান্লা দিয়া ছিট্কা পড়ন থিকা সহযাত্রী ভাইডির সহায়তায় নিজেরে সেপ কর্লাম.....।

আয়াতুল কুরসি ছুড বেলায় শিখছিলাম। ভুলেভালে কুনোরকমে সেইডা পইড়া বুকে ফু..........ফু..... দিলাম। চেম্বারে ঢুইক্যা আর পারলাম্না.......... কম্পু্যটার ওপেন কইরাই গুগল.......... গুগলে ঢুইক্যাই সার্চাইলাম - 'Disco Bandor' । 'চিহারা-পুস্তক (facebook)', আমার জায়গা (My Space), খনন (Digg) ছাড়াও deshivideo.com এ বিস্তর পাইলাম। দয়া কৈরা আপত্তিকর সাইজের মোটা-ফুয়াদ এর মিউজিকে জোষিলা-মিলার গাওয়া গানডার ডেমো শুনেন আগে এইখান থিকা ডাউনলোডাইয়া- Click This Link তুমি নালী (You Tube) তেও এইটা পাইলাম- http://www.youtube.com/watch?v=ZK9b73ue1Gg (যদিও রিয়েল ভিড্যু নাই) আমি জানি, এই গানও হয়ত ফাইনালী ডিজুস্দের মইধ্যে ব্যাফক হিটৈবো... পুলাপাইন চউক্ষু গুলগুল কৈরা এই গানের ভিড্যু দেইখ্যা কোমড় নাচাইবো........ হ্যা, এটা ঠিক যে, অনেক অশ্লীল, পারভার্ট মিউজিক বা মিউজিক-ভিডিও মার্কেটে সবসময়ই আছে।

কিন্তু ফুয়াদ-মিলা (যেহেতু এরা ওই গোত্রীয় না এবং যথেষ্ট জনপ্রিয়) এরাও যদি এই অবস্থা শুরু করে, তাহলে কি বলা যায় বুঝতে পারছিনা। স্থুল দেহ হলেই যে স্থুল রুচী ধারণ করতে হবে এরকম কোন ব্যাপার আছে বলে আমার জানা নাই। অনেক কিংবদন্তী মিউজিশিয়ান এখনও বেচে বর্তে আছেন আমাদের দেশে তারপরও এখনই বাংলা গানের এই অবস্থা...... আর আফসোস হলো এই- আমাদের বয়স কেবল ৩০ এর কোঠায়। মরার আগে আরো না জানি কত কি দেখে যেতে হবে.... চিন্তা করলে এখনই কিরম ভয় ভয় লাগে.... ।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.