ইংরেজি মাধ্যমের প্রতিষ্ঠানে বাংলা কবিতা পড়বার ও শুনবার অভিজ্ঞতা আজ পেয়েছি। BRAC UNIVERSITY-র ইংরেজি বিভাগ এর আয়োজক, সমন্বয়ক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। শাহবাগের বইপাড়া-আজিজ থেকে আমি ও আফরোজা সোমা মহাখালি যাত্রার সিএনজি-অটোতে পৌনে তিনটের মধ্যেই BRAC UNIVERSITY-তে পৌঁছে দেখি, অনুষ্ঠানের সকলে হাজির, শুধু কবি কামাল চৌধুরী তাঁর অফিসিয়াল কাজে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যলয়ে আটকে পড়ে তখনও অনুপস্থিত। অনুষ্ঠান শুরু হয়ে গেল...
BRAC অডিটোরিয়ামের অডিয়েন্স লেভেলে BRAC-এর ভিসি অধ্যাপক আইনুন নিশাত চৌধুরী, বিভাগীয় অধ্যাপক-প্রভাষকেরা এবং ছাত্রছাত্রীরা। কিছু গণমাধ্যমের লোকজনকেও দেখা গেল, তার মধ্যে ইন্ডিপেন্ডেন্ট টিভি থেকে এসেছিল তরুণ কবি শিমুল সালাউদ্দিন।
প্রথমে BRAC UNIVERSITY-র ইংরেজি বিভাগের ছেলেমেয়েরা জীবনানন্দ, শামসুরসহ বরেণ্য কবিদের কবিতা পড়লেন, একই সঙ্গে সেসব কবিতার ইংরেজি অনুবাদও পড়লেন...সাউন্ড এফেক্টসহ। বেশ। এরপর কথাসাহিত্যিক-সমালোচক সৈয়দ মনজুরুল ইসলামের উপস্থাপনায় মঞ্চে উঠলেন উইলিয়ম হানা (আইরিশ, বাংলাদেশে তিনি ইউরোপিয় ইউনিয়ন অ্যাম্বাসাডার), কবি আসাদ চৌধুরী, কায়সার হক ( বাংলাদেশে ইংরেজি ভাষার কবি), আসাদ মান্নান, শামীম রেজা, আফরোজা সোমা, আমিও। প্রত্যেকের জন্যে মোটামুটি ১০ মিনিট করে সময় বরাদ্দ। অনুপস্থিত কামাল চৌধুরী উপস্থিত হলেন।
প্রত্যেকে ৩/৪ টা করে কবিতা পড়লেন, আমি পড়েছি ৩টা। আবার আমাদের সবার একটা করে কবিতা (ইংরেজিতে অনুবাদ করা) পড়লেন সঞ্চালক সৈয়দ মনজুর। ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাম্বাসাডার আইরিশ উইলিয়ম হানা পড়লেন শিমাস হিনি ও ইয়েটস এর কবিতা। শেষে একটা মেয়ে নাচল, 'কৃষ্ণকলি আমি তারে বলি' রবিঠাকুরের সঙ্গে। শেষে খাওয়া-দাওয়া, ক্যামেরায় পোজ এবং BRAC UNIVERSITY-র ইংরেজি বিভাগের পক্ষ থেকে গিফটের ব্যাগ নেয়া...
বাসায় ফিরে ব্যাগ খুলে দেখি, BRAC UNIVERSITY-র একটা নোটবুক, একটা মগ, আড়ং এর উত্তরীয়, একটা টাই, গোলাপ ও রজনীগন্ধাগুচ্ছ।
কথা হচ্ছে, আমি বেশিরভাগ সময় শুধু টি-শার্ট পরি, মাঝেমধ্যে পাঞ্জাবি পরি কিন্তু কোনোদিন সু্টকোটব্লেজার পরিনি, সো, টাই পরিনি। সাধারণ শার্টও আমার তেমন পরা হয় না। এসব 'ভদ্র' পোশাক যে পরব, এমন পোশাকি বাসনাও আমার মনের মধ্যে লক্ষ করা যাচ্ছে না। তাহলে উক্ত টাইটা দিয়ে যে কী করি... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।