হতাশা আর দু;খ ব্যাথা যাদের দেখে থমকে দাঁড়ায় আজকে তাদের খুব প্রয়োজন, বিশ্ব এসে দু হাত বাড়ায়।
গত সপ্তাহের দুটি ঘটনা। বৃষ্টির পানিতে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে খেলতে গিয়ে জড়িয়ে যায় একটি ৫-৭ বছরের শিশু। তাকে উদ্ধার করতে যেয়ে জড়িয়ে যায় তার মা। ঘটনাস্থলেই মারা যায় মা ও শিশু।
এটি পুরান ঢাকার ঘটনা। তার দু-এক দিন পরেই মগবাজারে বাজার করতে গেলে এক গৃহবধুর উপর ছিড়ে পড়ে বিদ্যুতের তার। মারা যান তিনি ও তার সাথে থাকা কাজের মেয়েটি। ছেলে কে স্কুলে দিয়ে তিনি বাজারে এসেছিলেন। দুপুরে গিয়ে ছেলেকে আনবার কথা ছিল।
কিন্তু তিনি আর তার ছেলে কাছে কোনো দিনই ফিরবেন না। পত্রিকার রিপোর্টার লিখেছেন বিদ্যুত বিভাগের সাথে কথা বললে তারা বলেছেন এর দ্বায়িত্ব তাদের উপর বরতায় না।
বিদ্যুত দিতে না পারলেও লাইভ তারে জড়িয়ে মানুষ মারতে পারছেন বিদ্যুত কতৃপক্ষ। ভাত দেয়ার ভাতার হতে না পারলেও কিল দেয়ার গোসাই হচ্ছেন অবলীলায়। বিদ্যুত উৎপাদন করতে গ্যাসের অভাব কিন্ত লাইন মেরামত করতে কিসের অভাব তা কে জানে?
এটি ঠান্ডা মাথায় মানুষ হত্যার সমতুল্য অপরাধ।
এর বিচার হওয়া উচিত।
ঢাকার মত ঘনবসতি পুর্ণ শহরে সমস্ত অভারহেড বিদ্যুতের তার ইনসুলেটেড হওয়া উচিত। বিদ্যুত কতৃপক্ষ তো সরকারী চাকরী করেন। বেতন নেয়া আর ঘুষ খাওয়া তাদের কর্তব্যের মধ্যে পড়ে কিন্তু জনগনের সুবিধা কিম্বা নিরাপত্তা হয়তো তাদের বিবেচ্য নয়। ঢাকার যারা নির্বাচিত জনপ্রতিনিধি আছেন, যথা এম পি, মেয়র, কমিশনার গন তারা বিষয় টি ভেবে দেখবেন?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।