আমাদের কথা খুঁজে নিন

   

সব মোবাইল কোম্পানী টাউট



সব মোবাইল কোম্পানী বাঙ্গালিদের সঙ্গে টাউটারি করে যাচ্ছে অনবরত। ওরা কোটি টাকা খরচ করে বিজ্ঞাপন দেয়। আর পাবলিকের কাছ থেকে ওই টাকা আদায় করে টাউটারির মাধ্যমে। এই ধরুন আমার কাছে চারটা সিম আছে। শুধু এখন পর্যন্ত টেলিটক কেনা হয় নাই।

প্রথম কিনছিলাম সেবা। কিন্তু তখন সেবার কাভারেজ কম থাকায় কিনলাম গ্রামীণ। এরপর একটেল এর চমক দেখানো বিজ্ঞাপন দেখা কিনলাম একটা একটেল। আসলো ওয়ারিদ। মনে করলাম এরা মনে হয় ভাল হবে।

কিন্তু না তাও হোসট খেলাম। সিটিসেল অবশ্য কিনি নাই। এখন দেখলাম সিটিসেল কেনা লাগবে। তবে ওদের চালাকি কি জানিনা। কিনলে বোঝা যাবে।

আজ প্রায় এক বছর পর বাঙলা লিঙকের সিমটা চালু করলাম। কিন্তু ভাগ্য খারাপ ৫০০ এসএমএস আর ১০ টাকা ফ্রি কিছুই পেলাম না। নিজের পকেট থেকে ২০ টা টাকা ঢুকালাম। একটু আগে একটা কল দিলাম একটা সিটিসেল নম্বরে। হায়রে কপাল ৩৮ সেকেন্ড কথা বলতেই দেখি ২টাকা ২ পয়সা কাটা গেল।

কারণ কি বুঝলাম না। ২০ টাকা ঢুকানোর সময় দোকানদার বলছিল একটাকা ১৪ পয়সা মিনিট। দ্বিতীয় মিনিট থেকে ৬৯ পয়সা ভ্যাট ছাড়া। কিন্তু ২টাকা ২পয়সা কাটলো কেন? কোন উত্তর আছে কি? এদিকে গ্রামীণের কথা নতুন করে কিছু বলার নাই। তারাতো বিগ ব্রাদার।

তাদের সিম ব্যবহার না করলে বাঙ্গালী আর বাঙ্গালী থাকবো না। তাই ওনারা প্রায় দুটাকা মিনিট কাটেন। অবশ্য ভ্যাট সহ। দুপুরে কম তাও আবার ওনাদের নিজেদের নম্বরে হতে হবে। যাইহোক আমরা হালায় ঠেকা ব্যবহার তো করতেই হবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.