আইইএলটিএস বিডি ডট কম
দেশের প্রথম ও একমাত্র ফ্রি অনলাইন আইইএলটিএস টিউশন প্রোভাইডার
বিদেশে উচ্চ শিক্ষা বা ইমিগ্রেশন এ দুয়ের পূর্ব শর্ত হিসাবে যে শব্দটি বাংলাদেশীদের খুব পরিচিত তার নাম আইইএলটিএস। যার পুরো নাম ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাংগুয়েজ টেস্টিং সিস্টেম। বেশিরভাগ ক্ষেত্রে বিদেশে পাড়ি জমানোর জন্য যেসব পূর্বশর্ত থাকে তার সবগুলো হয়তো খুব সহজেই পুরণ করা সম্ভবপর হয়; কিন্তু বাগড়াটা বাধে আইইএলটিএস এর ফলাফল নিয়ে। উচ্চ শিক্ষা বা ইমিগ্রেশনে আইইএলটিএস পরীক্ষায় নূন্যতম ৬.০ স্কোর এর প্রয়োজন পড়ে। গড়পড়তা বাংলাদেশিদের জন্য আইইএলটিএস পরীক্ষায় ৫.৫ স্কোর তোলাটা তুলনামূলকভাবে অনেক সহজ।
কিন্তু আইইএলটিএস পরীক্ষায় নূন্যতম ৬.০ স্কোর তোলার জন্য প্রয়োজন অনেক বেশি প্রস্তুতির। আর এ প্রস্তুতি যাতে করে যেকেউ ঘরে বসেই নিতে পারে তার জন্যই সমপ্রতি আত্নপ্রকাশ করেছে http://www.ieltsbd.com । এ সাইটটির মাধ্যমে যে কেউ কোন রকম খরচপাতি ছাড়াই শুধুমাত্র ইন্টারনেট ব্যবহার করে ঘরে বসেই আইইএলটিএস পরীক্ষার যাবতীয় প্রস্তুতি নিতে পারবেন। পুরো সাইটিতে সর্বমোট ৬০টি ক্যাটাগরিতে আইইএলটিএস এর যাবতীয় প্রস্তুতি ম্যাটারিয়ালসহ আইইএলটিএস'র আদ্যপান্ত জানা যাবে। আইইএলটিএস কী, কী পড়া লাগবে, লিসিনিং, রিডিং, রাইটিং, স্পিকিং মডিউলের সকল প্রকার টিউটোরিয়াল এখানে পাওয়া যাবে।
অ্যাকাডেমিক বা জেনারেল উভয় মডিউলের শতশত উদাহরন মিলবে এ সাইটে। অন্যদিকে বাংলাদেশের বিভিন্ন আইইএলটিএস টেস্ট ভেনূ্যতে অনুষ্ঠিত চূড়ান্ত পরীক্ষার প্রশ্ন এবং তার সম্ভাব্য উত্তরও পাওয়া যাবে এখানে। বিশেষ করে ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি টেস্ট সেন্টারে অনুষ্ঠিত স্পিকিং টেস্ট এর আসল প্রশ্নপত্র পাওয়া যাবে প্রতি সপ্তাহেই। আইইএলটিএস পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়াসহ বাংলাদেশে আইইএলটিএস প্রস্তুতি ও চূড়ান্ত পরীক্ষায় বসার জন্য যাবতীয় সবকিছুই পাওয়া যাবে এ সাইটটিতে। এছাড়াও চূড়ান্ত পরীক্ষায় বসার আগে ঘরে বসেই আসল টেস্ট এর আদলে ফ্রি 'মক টেস্ট' দেবার অনবদ্য সুযোগতো থাকছেই এখানে।
বিদেশে উচ্চ শিক্ষা বা ইমিগ্রেশনের জন্য যারা আইইএলটিএস এ উচ্চতর ব্যান্ড স্কোর করতে চান তারা দেরী না করেই ভিজিট করুন http://www.ieltsbd.com
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।