(এটি শুধুমাত্র মজা করার উদ্দেশ্যে লেখা হয়েছে অন্য কিছু নহে)
প্রঃ আমাদের বাড়ী বরিশাল।
উঃ মোগো বাড়ী বরিশাল।
প্রঃ আমি আমার পরিবারের ছোট ছেলে।
উঃ মুই মোগো সংসারের ছোড পোলা।
প্রঃ আমি প্রতিদিন সকালে ব্যায়াম করি।
উঃ মুই নেত্তো বেইন্নাহালে ব্যায়াম হরি।
মুই নিজেই বরিশাইল্লা ছাওয়াল। ডন্ড মাইন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।