দিনাজপুরে হিলি সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) পৃথক স্থানে অভিযান চালিয়ে প্রায় ৩২ লাখ টাকার মাদকদ্রব্যসহ একটি মোটরসাইকেল আটক করেছে। অপরদিকে ৭০ বোতল ফেন্সিডিলসহ কথা (২৩) নামক এক হিজড়াকে আটক করেছে তারা।
আজ সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে হিলি চেক পোষ্ট রোডের কাষ্টমস গোডাইন এলাকা থেকে উদ্ধার করে বিজিবি।
হিলি চেকপোষ্টের বিজিবি কমান্ডার আতাউর রহমান সাংবাদিকদের জানান, আজ সোমবার সকালে সিপিরোড দিয়ে অবৈধ ভাবে হিজড়া কথা নানা ভঙ্গিমায় হেটে যাওয়ার সময় সন্দেহ হলে বিজিবি সদস্যরা তার ব্যবহৃত ভেনিটি ব্যাগ তল্লাশি করে (৭০) বোতল ফেন্সিডিল উদ্ধার করে। হাকিমপুর থানায় মাদকদ্রব্য আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে, রোববার দিবাগত রাতে বিরামপুর সীমান্তে ও ঘোড়াঘাটের ডুগডুগিহাট থেকে এসব আটক করে ফুলবাড়ী-৪০ বিজিবি। অধিনায়ক লে. কর্নেল খন্দকার মিজানুর রহমান জানান, রোববার দিবাগত রাত আড়াইটার দিকে বিরামপুর সীমান্ত এলাকা ও ঘোড়াঘাটের ডুগডুগিহাটে পৃথক দু'টি স্থানে অভিযান চালিয়ে ৪১৫ বোতল ফেনসিডিল, ৫২০০টি সেনেগ্রা ট্যাবলেট, ৪০৮০টি ভায়াগ্রা ট্যাবলেট, ২০০০টি প্রাকটিন ট্যাবলেট, ১০ বোতল বিয়ার ও একটি মোটর সাইকেল আটক করে জোওয়ানরা। আটক এসব মালামালের মূল্য ৩১ লাখ ৭১ হাজার ৭৮০ টাকা বলে জানান তিনি। তবে এ সময় কোন মাদক ব্যবসায়ীকে আটক করতে পারেনি বিজিবি'র সদস্যরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।