দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দেশে পিঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। শুক্রবার পূর্ব নির্ধারিত মূল্যে বাংলাদেশে পেঁয়াজ ঢুকতে দেয়নি ভারতীয় কাস্টমস কর্মকর্তারা। আমদানি বন্ধ থাকায় বন্দরের ওপারে ভারতীয় পেঁয়াজ বোঝাই অন্তত ৩০টি ট্রাক আটকা পড়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ভারতীয় কাস্টমস কর্মকর্তারা বলছেন, ভারত সরকার পেঁয়াজের রপ্তানি মূল্য প্রতি মেট্রিকটন ৬৫০ ডলার থেকে বাড়িয়ে ৯০০ ডলার নির্ধারণ করেছে। তাই বর্তমান নির্ধারিত মূল্য ছাড়া বাংলাদেশে পিঁয়াজ রপ্তানি বন্ধ থাকবে।
সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে ভারত সরকার পেঁয়াজের রপ্তানি মূল্য বাড়িয়ে প্রতি মেট্রিকটন ৯শ মার্কিন ডলার নির্ধারণ করেছে। এতে প্রতি কেজি পেঁয়াজের আমদানি মূল্য পড়ে ৭৫ টাকার মতো। তবে বৃহস্পতিবারও বন্দর দিয়ে ৬৫০ ডলারে পেঁয়াজ আমদানি হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।