কাল থেকে অনেকগুলো পোস্ট পড়েছি ভারতীয় হাই কমিশনের সামনে ল্যাম্পপোস্ট নামক সংগঠনের কর্মীদের মিছিলে চানক্য পুলিশের নির্লজ্জ আক্রমণ দেখে। কল্পনাই করতে পারি না আমাদের ঘামে, রক্তে লালিত আমাদের তথাকথিত ভাইয়েরা (পুলিশ) ভারতীয় হাইকমিশনের কুত্তার বাচ্চাদের নির্দেশে আমাদের ভাইদের গায়ে হাত তোলে।
তাদের শরীর থেকে যে রক্ত ঝরেছে তা আমার রক্ত, আমাদের রক্ত, এ জননীর রক্ত, যে বোনের বস্ত্র ওরা ছিড়েছে, তা এ দেশ মাতার বস্ত্র।
আমার লালসালাম ল্যাম্পপোস্টকে। আপনারা এগিয়ে যান।
আপনারা একা নন। আমরা সবাই আছি আপনাদের সাথে।
দালাল সাংবাদিকের নিউজ দেখুন প্রথম আলোয়-দীপু মনিকে নিয়ে বিপাকে সরকার: নিউজটা দীপু মনিকে নিয়ে করলেও সূক্ষ্মভাবে খেয়াল করে দেখবেন পুরো লেখাটা ছিলো পিনাকের পক্ষে এবং ভারতীয় স্বার্থে।
জনপ্রিয় লেখক আনিসুল হক, দেশপ্রেমিক ড. জাফর ইকবালদের মুখে কোন শব্দ নেই। বিড়াল বাথরুম করলেও যে মোজাফফর আহমেদের রেফারেন্স টানা হয় তার কোনো কথা নেই।
(এ বিষয়ে অধ্যাপক মোজাফফর আহমেদ বলেন...,। এ ব্যাপারে অধ্যাপক মোজাফফর আহমেদের মতামত জানতে চাইলে তিনি বলেন...)। যে দেবপ্রিয় দেশ নিয়ে এত ভাবেন তিনি কোথায়।
তারা নিরবতা কি কোনো প্রশ্নের জন্ম দেয়?
ছবি: এএফপি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।