আমাদের কথা খুঁজে নিন

   

এন্ড্রু শোন...............!



অলক আজ তারিখটা তোর মনে আছেতো? প্রতি মাসে এ তারিখটি একবার আসে । বছরে বারোবার। আজ ৬ জুলাই, তোর অন্তর্ধান-র ছয়মাস পার হলো। ভেবেছিলাম তোকে আর বিরক্ত করবো না। তোকে নিয়েও আর কাউকে বিরক্ত করবো না ।

তুই তোর মতো থাকবি, আমি আমার মতো। কিন্তু সব গোলমাল করে দিল রিফাত ব্যাটা। রিফাত টেলিফোন করেছিল গত ২৭ জুন তারিখে নিউইয়র্ক থেকে। আমি ছিলাম রাঙামাটিতে। রাত তখন হবে প্রায় সাড়ে ১২টা।

একথা সেকথার মাঝে হঠাৎ করে বললো, 'জানিস তোকে টেলিফোন করবো বলে মোবাইল সার্চ করছিলাম। হঠাৎ দেখি অলকের নাম্বারটা। এখনও আছে। ' টেলিফোনে ওর গলাটা একটু ভেজা মনে হচ্ছিল। রিফাতের হার্টে কিছু সমস্যা হচ্ছে।

ও আর থাকতে চাচ্ছেনা দুর বিদেশে। আমাকে বললো চলে আসবে যত তাড়াতাড়ি সম্ভব। এন্ড্রু, তোকে ভোলা মনে হয় সম্ভব হবেনা। কেউ আমাকে তোর কথা ভুলতে দেবেনা। মাঝে মাঝেই কেউনা কেউ হঠাৎ করে তোর প্রসঙ্গ তুলে আনবে।

তাই ঠিক করেছি যখন যা ঘটে তোকে জানাবো। অন্তত তুই তো জানবি তোর বন্ধুরা তোকে ঠিক মনে রেখেছে। আজ শেষ করছি। তুই ভালো থাকিস। তোর আত্মার শান্তি হোক।

। তোর বন্ধু মাহবুব

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।