এই অধম একটা ভাল ই-বুক রিডার এবং একটি স্মার্টফোন কিনতে চায়। অনেক গবেষণার পর তাহার মাথা আর কাজ না করায় আপনাদের শরণাপন্ন হয়েছে। আশা করছি খালি হাতে ফিরাবেন না
কেনার উদ্দেশ্যঃ
১। ই বুক পড়া
২। একটু ভাল একটা ক্যামেরা পকেটে থাকা
৩।
নিউজপেপার এবং ব্লগ পড়া
৪। ফেসবুকে কিছু গ্রুপ মেইনটেইন করা
৫। চ্যাট করা (খুব বেশি করা হয়)
৬। মুভি/টিউটোরিয়াল দেখব
৭। ইন্টারনেট ব্রাউজিং (উইকি/ইউটিউব/গুগল এইগুলা আমার দৌড়)
৮।
মাঝে মাঝে কিছু ডাউনলোড করা
৯। ভয়েস কল করা
মূল কাজ এইগুলোই। তবে বই পড়া, পেপার পড়া ফেসবুক গ্রুপ হচ্ছে প্রধান কাজ।
এখন আসি ডিভাইসেঃ
-আমার কি দুটো ডিভাইস কেনা উচিত?
আমার ল্যাপটপ আছে, কিন্ত বেশি সময় ল্যাপিতে পড়তে ভাল লাগে না। ভাল মোবাইল নেই
- যদি ইবুক রিডার কিনি/ট্যাব কিনি কোনটা ভাল হবে ?
আমার বাজেট ২৫-৩০ এর ভিতরে।
কিন্ডল ফায়ার/গুগল নেক্সাস ৭/স্যামসাং গ্যালাক্সী ট্যাব ২ ৭/
শুধু ট্যাব ২ তে সিম ইউজ করতে পারব। বাকি দুটো কিনলে এক প্রকার ইন্টারনেট ইউজ করতে পারব না। ওয়াই ফাই হটস্পট করে ইউজ করতে হলে ল্যাপি অন রাখতে হবে
আর যদি মোবাইলও কিনি তবে কোনটা কিনব?
আর্ক এস - ২৭ হাজার টাকা
এক্সপারিয়া পি - ২৮ হাজার
এক্সপারিয়া এস - ৩৫ হাজার
এক্সপারিয়া নিউ - ২৩ হাজার
শুধু মোবাইল কিনলে মনে হয় বই পড়ে খুব একটা মজা পাওয়া যাবে না। ৪ ইঞ্চিতে জুম করতে হবে মনে হয় বার বার। সেক্ষেত্রে ৭ ইঞ্চি ট্যাব ই ভাল হবে বই পড়ার জন্য।
এখন ভাল কিছু সাজেশন চাচ্ছি যাতে একটা সিদ্ধান্ত নিতে পারি। কারন একবার কিনলে আবার কবে কিনতে পারব সেই ধারণা নাই। এখন কোনটা করা উচিত হবে ?
৫০ হাজার এর ভিতর ট্যাব + মোবাইল
নাকি
৩২ হাজার দিয়ে গ্যালাক্সি ট্যাব ২ কিনব?
অগ্রিম ধন্যবাদ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।