আমাদের কথা খুঁজে নিন

   

শাহবাগ থেকে নতুন কর্মসূচি ঘোষণা কাল গণসংগীত, বৃহস্পতিবার মোমবাতি প্রজ্বালন

অন্যায়ের বিরোধে প‌্রতিবাদি হতে চাই শাহবাগের প্রজন্ম চত্ব্বরে আগামীকাল বুধবার বেলা তিনটায় শুরু হবে বিপ্লবী গণসংগীত পরিবেশন। পরদিন বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে সারা দেশে একযোগে মোমবাতি প্রজ্ব্বালন করা হবে। মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে তিন মিনিট নীরবতা পালনের পর আজ মঙ্গলবার নতুন এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। ব্লগার ও ফেসবুক অ্যাক্টিভিস্ট নেটওয়ার্কের ইমরান এইচ সরকার আজ মঙ্গলবার রাতে এ কর্মসূচির ঘোষণা করেন। আয়োজকদের একজন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি খান আসাদুজ্জামান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় যে যেখানে থাকবেন, সেখানেই একটি করে মোমবাতি জ্বালিয়ে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানোর কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করতে পারবেন। শাহবাগে প্রজন্ম চত্বরে তারুণ্যের প্রতিবাদ আজ অষ্টম দিনে গড়াল। টানা সাত দিন রাজপথে কাটালেও এতটুকু ক্লান্তির ছাপ নেই আন্দোলনকারীদের কণ্ঠে। স্লোগান, কবিতা, গান আর দেশপ্রেমে উদ্বুদ্ধ জনতার কণ্ঠে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি চলছেই। সহযোদ্বা হিসাবে আমার পাশে থাকার অনুরোধ রইলো Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.