আমাদের কথা খুঁজে নিন

   

নিপাতনে সিদ্ধ ভালোবাসা



আজ এই মেঘলা দিনে মনটা উড়ু উড়ু। মার্কিন কেন্দ্রিক বর্তমান বিশ্ব -- মুক্তবাজার অর্থনীতি, বিশ্বায়ন, ভোগবাদী জীবন দর্শন প্রভৃতি উপাদান আমাদের যাপিত জীবনের প্রায় সব অলিতে গলিতে ফেলে যাচ্ছে অনাকাঙ্খিত প্রভাব। এমনকি নরনারী-র একান্ত সম্পর্ক, পারষ্পরিক ভালোবাসাও মুক্তবাজার অর্থনীতি, বিশ্বায়নের প্রভাবে বিক্ষত। তাই এ প্রজন্মের নরনারী-র ভালোবাসাতেও দেখা যায় লাভ-ক্ষতির হিসেব। কিন্তু সত্যিকার ভালোবাসা হতে হবে বেহিসেবী- স্বতস্ফূর্ত।

একজন নারী ও একজন পুরুষ মনের টানেই আকর্ষিত হয়ে নির্মাণ করবে ভালোবাসার তাজমহল। সেখানে হিসেব নিকেষের প্রশ্ন কেন? আসুন আমরা অন্তত: আমাদের জীবনের এই নিজস্ব আঙ্গিনাকে কলুষমুক্ত রাখি। এই চেতনায় উজ্জীবিত তাজা কলমের কবিতা --- নিপাতনে সিদ্ধ ভালোবাসা কিউপিডের অন্ধ শরেই নিপাতনে সিদ্ধ ভালোবাসা - আজ শুধুই কিংবদন্তি। মুক্তবাজার অর্থনীতি বিশ্বায়নের উদ্দাম হাওয়া ভোগবাদী যাপিত জীবন এস.এম.এস, ভার্চুয়াল লাভ লাভ-ক্ষতির হিসেব নিকেশ পরিকল্পিত জীবন স্বপ্ন -- ভালোবাসা এখন ব্যকরণ নির্ভর ডেবিট ক্রেডিটের পাটিগণিত। মেয়ে, তবু তুমি কাছে এসো মেঘলা এই দিনে বৃষ্টি ভেজা মাঠে স্নাত হই শুষে নেই রামধনুর সব রঙ আর প্রকৃতির যত সুধা – মেয়ে, তবু তুমি কাছে এসো ভুলে যাও, ভুলে যাই তুমি যুগের ব্রাহ্মণ-কোটিপতি বাবার আদরে পালিত রূপবতী রাজকন্যা; আমি ব্রাত্য, ভিখারীর পোলা - তুমি শিক্ষিত, আলোকিত নারী আমি অভাজন অকাট মূর্খ চায়ের দোকানের ক্ষ্যাত আব্দুল।

মেয়ে, তবু তুমি কাছে এসো ভালোবাসার উথাল পাথাল ঢেউ ভাসিয়ে নিক রূঢ় বাস্তব হিসেব নিকেশের যত ঞ্জান - নিপাতনে সিদ্ধ ভালোবাসায় এসো মেয়ে ভেসে যাই খেয়ালী মনের উদ্দাম উল্লাসে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।