আমাদের কথা খুঁজে নিন

   

জিব্রাঈল, তোমার ডানা খোলার অপেক্ষায়

সকল মৌলিক লেখার সত্ত্ব লেখকের ।

জিব্রাঈল, তোমার ডানা খোলার অপেক্ষায় ইব্রাহীমের চারপাশের জ্বলন্ত আগুন নেভাতে কোন এক কালে জিব্রাঈলের ডানা উড়েছে আজ, চতুর্দিকে আগুন আর আগুন মানব মনের চিন্তার প্রকাশে আগুন স্বভাবের প্রতিটি ঝিলিকে আগুন কর্মপথের অলিতে গলিতে আগুন বর্ষন নেই দার্শনিকের দর্শনে নীতি অনুপস্থিত রাজনীতিকের চলনে অর্থনীতি অর্থহীন, কাবুলিওয়ালার বিনিয়োগে ইতিহাসের পাতা ওড়ে নিজ নামের জয় গানে প্রশান্তির সরোবর শুকিয়ে গেছে সে কবে অশান্তির শকুন ডানা মেলেছে চতুর্দিগন্তে আজ, চতুর্দিকে আগুন আর আগুন চোখের পাতার উন্মিলনে আগুন জিব্রাঈল, তোমার ডানা খোলার অপেক্ষায় কলি কালের তাবত সৃষ্টিকুল

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।