সূদুর অতীতের পানে চেয়ে বেদনার গান গাওয়া
একজন পাগলকে নিয়ে আমরা কতই না মাতা-মাতি করতে পারি ( পাগলামো করতে পারি)!? মহাতারকা, মহাতারকা না? আর যারা মানব কল্যাণের জন্য সত্য ও সুন্দরের সাধনায় মানব কল্যাণে তাদের জীবন উৎসর্গ করে তাঁরা তাহলে কী? তারা কী ছাগল !? এই মহাজেকেল মানব জাতির জন্য কী করেছে? বদমাশটা বানারের মত লাফা ঝাপা ছাড়া আর নেড়ি কুত্তার মত ঘেউ ঘেউ ছাড়া আর করেছেটা কী? তাই দেখে আমাদের মত কিছু মানষিক ভারসাম্য হীন ইতর বাদর বদমাশ তার তালে নাচতে নাচতে চোখে সরষের ফুল দেখতে দেখতে তাকে মনে করছি মহাতারকা। ফাজিল কোথাকার...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।