আমাদের কথা খুঁজে নিন

   

এতক্ষণ এতো ক্যাচাল করে যা পেলাম তা হল আজ আষাঢ় মাসের ১৭ তারিখ

"...কোন মানুষকেই তার কাজের জন্য বেশি প্রশংসা বা বেশি নিন্দা করা উচিত নয়। কারণ আমরা সকলেই অবস্থা, পরিবেশ, শিক্ষা, অভ্যাস, বংশগত ধারা ইত্যাদির উপর নির্ভরশীল..." -Lincoln

সেদিন ফোনে এক বন্ধুর সাথে কথা হচ্ছিল। কথায় কথায় জানালো জানালায় দাঁড়িয়ে সে বৃষ্টি দেখছে। বৃষ্টি নাকি খুবই ইলাস্টিক পিলাস্টিক (রোমান্টিক)। রবীন্দ্রনাথের চ্যালা আর কী।

আমি বললাম আষাঢ় মাস, বৃষ্টিতো হবেই। তারিখটা যেন কত? সে জানাল, আষাঢ় মাস ঠিক আছে কিন্তু তারিখটা সে ঠিকঠিক জানে না। পেপার দেখে এখনই আমাকে জানাচ্ছে। এমন হয়। আমরা পেপার পড়ি।

বাংলা তারিখ অনেক সময় খেয়াল করে দেখা হয় না। কারণ প্রয়োজন হয় কম। সত্যি বলতে বাংলা সালের বিশেষ দিনগুলি ছাড়া বাংলা তারিখের কোন ব্যবহার নেই। ইংরেজি দিন মাস সালের সাথে বাংলা দিন মাস সালের একটা সম্পর্ক আছে। সেটা মনে রাখলে বাংলা তারিখ সম্পর্কে সব সময় মোটামুটি একটা ধারনা মনে তৈরি করা যাবে।

হিসাব কষে আমরা বলে দিতে পারবো বাংলা মাসের তারিখটা কত। একটু সীমাবদ্ধতা হল তারিখের ক্ষেত্রে ০১ দিন ± হতে পারে। তা হোক কাছাকাছি একটা ধারনাতো পাওয়া গেল। “দিন-মাস-বছর” যোগ-বিয়োগ করার মত করে ইংরেজি তারিখ থেকে ৫৯৩ বছর ০৩ মাস ১৩ দিন বিয়োগ দিলেই কাঙ্খিত বাংলা তারিখটি পাওয়া যাবে। যেমন আজ ইংরেজি জুন মাসের ৩০ তারিখ।

আমাদের সূত্র মতে ৩০ থেকে ১৩ বিয়োগ করলে ১৭ পাওয়া যাবে যা আমাদের বাংলা মাসের তারিখ। আবার জুন মাস ৬ষ্ঠ মাস। সুতরাং ৬ থেকে ৩ বিয়োগ করলে ৩ পাওয়া যাবে যা বাংলা সালের ৩য় মাস বুঝায়। ৩য় মাস মানে আষাঢ় মাস। এতক্ষণ এতো ক্যাচাল করে যা পেলাম তা হল আজ আষাঢ় মাসের ১৭ তারিখ।

আসলে আজ আষাঢ় মাসের ১৬ তারিখ। ১ দিন ± হতে পারে। আর সব ঠিক থাকার কথা। যারা আগে থেকেই বিষয়টা জানেন তাদের আগাম ধন্যবাদ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।