বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility
আজকাল ব্লগ এ গরম গরম পরিবেশ সৃষ্টি হয়েছে,
ফুটবল নিয়েই বলি, আর ইগনোর ব্লগারদের(এই ইগনোর ব্লগার তো আমি কিংবা ত্রিভুজ , কিংবা অন্যারা , যারা অনেক ব্লগার এর মতামত অনুসারে ইগনোর লিস্টে পড়েছি কিংবা অবহেলিত অবস্থায় কিংবা লেখার মান নিয়ে প্রশ্ন এর মুখোমুখি ) নিয়েই বলি ।
ফুটবল এ তর্ক , ব্লগ এ পোষ্ট নিয়ে বিতর্ক ।
ঘটনা তখনই মজা লাগে যখন, দূরে থেকে তা উপভোগ করা যায় ।
কিন্তু যখন নিজেই এর সাথে জড়িয়ে পড়ে যাই , তাহলে একাংশে কমে অন্য অংশে বাড়ে । ফুটবলে আমি হলাম আর্জেন্টিনা, আর ব্রাজিল এর ঘোর বিরোধি, কারণ এই প্রধান বিপক্ষ দল ।
যদি প্রশ্ন করা হয় বিশ্বকাপ এর ফাইনালে কার চেহরা দেখা যাবে তা হল, আর্জেন্টিনা আর ব্রাজিলকে (বেশীর ভাগ) । কিন্তু আমি ব্রাজিলকে দুই নম্বর বিশ্বজয়ী না বলে একে আমি দশ এর মধ্যেও জায়গা দিতে রাজী না । খেলে ভাল , খেলোয়াড়দেরও পছন্দ করি, কিন্তু ব্রাজিলকে নয় । অথার্ত পুড়ো দলকে নয় । কিন্তু এই বলে দেশকে ভুলে যাই নাই ।
যদি বলা হয় আর্জেন্টিনা আর বাংলাদেশ খেলবে , তাহলে আমি বাংলাদেশ (ক্লোজআপহাসি) । ব্রাজিল যে দলের বিপক্ষে খেলবে , আমি সেই দলের পক্ষে ।
আর এ তো গেল বিশ্বকাপ নিয়ে ।
এবার বলি আমি আমাকে নিয়ে । আমাকে কি গলা ফাটিয়েঁ চিৎকার করতে হবে যে, আমি কোন সাহিত্যিক নই ।
ভাই , আমি সুন্দর করে বলে আসছিলাম ।
আমি আমার মনের কিছু অংশ ডিজিটাল এ রূপান্তর করছি , এতে দেখি সবার মন জ্বলছে । আমার লেখা ::আহসান হাবীব:কবি ও সাহিত্যিক) এর সাথে মিলতে হবে তো এমন কোন কথা নাই বা ঐ রকম ধাচেঁর হতেই হবে এমন কোন কথা নাই ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।