আমাদের কথা খুঁজে নিন

   

ইমাম ভাতা হাইকোর্টে খারিজ

সবাইকে আমার নিজস্ব ব্লগ ভিজিট করার আমন্ত্রন রইলঃ www.islameraalo.wordpress.com

মমতা সরকার শুরু করেছিল ইমাম ভাতা প্রকল্প। ইমাম ও মুয়াজ্জানদের জন্য মাসিক ভাতা। ইমামদের মাসিক ২৬০০ টাকার মতো আর মুয়াজ্জেনদের ১৫০০ টাকা। আজ হাইকোর্ট এটাকে বে-আইনি বলে খারিজ করে দিয়েছে। ওয়াকফ বোর্ড, মহসিন ফাউন্ডেশানের মতো অনেক খাত আছে যেখান থেকে প্রচুর টাকা জমা হয়।

কারণ অনেক মুসলিমই নিজেদের সম্পত্তি দান করেগেছেন মুসলিমদের উন্নতির জন্য। বর্তমানে এই সম্পত্তি গুলো সরকার দেখা শোনা করে। তাই টাকার গন্ধও মুসলিমরা পায়না। ওয়াকফের টাকা থেকে মসজিদ-মাদ্রাসার উন্নতি করার কথা অথচ ওয়াকফ মসজিদ গুলোর অবস্থা এমন যে ধাক্কা দিয়েই ভাঙ্গা যাবে। ১৯৯৩ সালের ১৩ মে রিট পিটিশান নং ৭১৯ (৯০) এর রায় দানের সময়… বিচারপতি আর.এস সহায় ও কে. রামস্বামী ইমাম ও মুয়াজ্জেনদের আর্থ সামাজীক দুরাবস্থার কথা উল্লেখ করে সরকার ও ওয়াকফ বোর্ডকে এবিষয়ে স্কীম তৈরি করতে নির্দেশ দেন।

সরকার উদাসীন হওয়ায় কিছুই হয়নি। একবার লালু প্রসাদ যাদব এব্যাপারে কথা উঠিয়েছিলেন। বামফ্রন্টের জাতিয় নেত্রী বিন্দা কারাতও এব্যপারে বলেছিলেন অনেক আগে। মমতা সরকার তা করেছিল কিন্তু ভুল করেছিল ওয়াকফ বোর্ডের টাকা দিয়ে না করে সরকারী টাকা দিয়ে করে। সরকারী টাকা দিয়ে একটা নিদিষ্ট ধর্মের লোকেদের উন্নতি করা নিসন্দেহে অন্যায়।

তবে ওয়াকফ বোর্ডের টাকা অপচয় করা বা সঠিক খ্যাতে ব্যবহার না করাও অন্যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.