আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুকে মুক্তিযুদ্ধভিত্তিক কিছু গ্রুপ



ফেসবুক বাংলাদেশে প্রায় দুই বছর ধরে খুব বিখ্যাত। ইন্টারনেট ব্যবহার করে কিন্তু ফেসবুক ব্যবহার করে না এমন মানুষ খুব কমই আছে। এতে যেমন বিভিন্ন রকমের বিনোদনের খোরাক আছে, তেমনি আছে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য বিভিন্ন রকমের গ্রুপ। মুক্তিযুদ্ধভিত্তিক গ্রুপগুলো এর মধ্যে উল্লেখযোগ্য। প্রায় ১ বছরের বেশি সময় ধরে যে সব গ্রুপ ফেসবুকে আলোড়ন জাগিয়ে আসছে সে সব গ্রুপগুলোকে এখানে পরিচিত করানোর জন্যই এই লেখা।

গ্রুপগুলো যেমন বাংলাদেশীদের মধ্যে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানাবার উয্যোগ নিয়েছে, তেমনি এই বিষয়ে ফেসবুকে আলোচনা করারও সুযোগ করে দিয়েছে। সাথে সাথে প্রবাসী বাংলাদেশীদের জন্যও দেশী বন্ধুদের সাথে মুক্তিযুদ্ধ নিয়ে মত আদান-প্রদানের একটি সহজ পথ খুলে দিয়েছে। এই গ্রুপগুলোর অন্যতম দুইটি উল্লেখযোগ্য সাফল্য আছে। একটি সাফল্য হলো, এর মাধ্যমে রাজাকারধর্মী চিন্তাধারার লোকজনের মাঝে বেশ আলোড়ন ফেলতে পেরেছে। গ্রুপগুলোতে রাজাকারধর্মী চিন্তাধারার লোকজনের সাথে ১ বছরেরও বেশী সময় ধরে গ্রুপের অনেক সদস্যের অবিরাম বাকযুদ্ধই এর প্রমান।

অপর সাফল্য হলো, এই গ্রুপগুলোতে রাজাকারধর্মী লোকজনের সাথে বাকযুদ্ধ চালাতে চালাতে কিছু সদস্য ভার্চুয়াল ওয়ার্ল্ড এর বাইরে এসে রিয়েল ওয়ার্ল্ডে গত ১৪ই নভেম্বর, ২০০৮ মুক্তিযুদ্ধভিত্তিক একটি সংগঠন গঠন করে যার নাম "১৪ই ডিসেম্বরের দল"। এই সংগঠন ইতিমধ্যে চারটি ইভেন্ট আয়োজন করেছে। "১৪ই ডিসেম্বরের দল" নিয়ে পরে বিস্তারিত আলোচনা করবো। গ্রুপগুলোর অনেক সদস্যের অবদানের কারনেই এই লড়াই আগামীতে আরো অনেক শক্তিশালী হবে বলে আশা করছি। নিম্নে এই সব গ্রুপগুলোর নাম লিঙ্কসহ দিয়ে দিলাম।

> "I Just HATE pakistan" for the GENOCIDE of 1971 View this link > JUDDHAPORADHIDER BICHAR CHAI View this link > Pakistan Should Immediately Say Sorry Officially For The GENOCIDE OF 1971 View this link > "I Just HATE pakistan army, razakar & Specially jamaat-e-Islami" View this link "১৪ই ডিসেম্বরের দল" সংগঠনটির ফেসবুকের গ্রুপ শুধুমাত্র রেজিষ্টার্ড সদস্যেদের জন্য। কিন্তু যে কোন ফেসবুক ব্যবহারকারী চাইলে নিম্নের লিঙ্কে সদস্য হতে পারবেন। > "14e December er Dol" View this link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.