আমাদের কথা খুঁজে নিন

   

জেনারেল থেকে সেফ হলাম : তবে ত্রিভুজের জন্য মনে হয়না বেশীদিন সেফ থাকতে পারব



আজকে লগইন করে দেখি আমার স্ট্যাটাস নিরাপদ......... ১৬ দিন জেনারেল ছিলাম দেশীগার্ল সাইটের কর্ণধার ত্রিভুজের সামুতে ইসলাম গ্রুপের মডারেটর হওয়া নিয়ে পোস্ট দিয়ে...... যাই হোক, সেফ স্ট্যাটাস দেখে ভাবলাম প্রিয় ব্লগারদের ব্লগগুলো ঘুরে আসি....... রাগিব ভাইয়ার ব্লগে যেয়ে দেখি তিনি ত্রিভুজের ব্লগে কমেন্ট করেছেন...... কৌতুহলী হয়ে গেলাম ঐ ব্লগে....... পড়লাম ব্লগের কমেন্টগুলো........ রাগিব ভাইয়া তিনকোনার ভুল ধরে সাথে সাথে সে টপিক পাল্টায়......... শেষে রাগিব ভাইয়াকে ট্রল বলছে সেই সো কল্ড তিনকোনা........... পোস্ট লিংক: Click This Link হাসব না কাঁদব বুঝতিছি না........ নাকি মেজাজ খারাপ করবো ??? তিনকোনা পাইছেটা কি ??? রাগিব ভাইয়া কিভাবে মেজাজ ঠিক রাখলেন আল্লাহই জানে...... আমি কোনভাবেই মেজাজ ঠিক রাখতে পারতিছি না....... কিছু বললে আবার নীতিমালা'র ৩(খ) অনুসারে ব্যান খাব তাই এই মুহুর্তে কিছু বলতেও ইচ্ছা করছে না........ যাই হোক, ত্রিভুজের টপিক এখানেই শেষ......... জেনারেল থাকা অবস্থায় অন্যরকম টাইপের একটা পোস্টের আইডিয়া মাথায় এসেছে তা হল: "যার সাথে কোনদিন কথা হয়নি, যাকে চিনিনা তার সাথে আমার কথোপকথন কেমন হবে......." একটা উদাহরণ দেখতে পারেন: Click This Link ব্যান খাওয়ার প্রেক্ষাপটে ভবিষ্যতে ভাবতিছি "ছাগুচিফ" নামের একটা কাল্পনিক প্রাণীকে ডাকবো আমার সাথে কথা বলতে......... ( http://animalsearch.net/ সাইটে যেয়ে ছাগুচিফ লিখে সার্চ দিয়ে প্রমাণিত এই নামে কোন প্রাণী নাই, তাই নীতিমালা ভঙ্গ হবেনা.... ) সেই কথোপকথনের প্রিক্যাপ নিচে দিলাম: (বোল্ড গুলো আমার কথা, নিচেরটা উত্তর ছাগুচিফের ) কিরে ছাগুচিফ ?? ডাস্টবিনের সব ময়লা খেয়ে এসেছিস তো ?? জ্বি...... সবটুকুনই খেয়েছি..... ওকে, যাওয়ার সময় পাশের বাড়ির টয়লেটটা পরিস্কার করে দিয়ে যাইস..... যেমন আপনার আদেশ........ এবার বল, তোর পড়াশুনা কতদূর ??? ইন্টার পাশ করেছি, বিকমে ভর্তি হয়ে পড়াশুনা ছেড়ে দিয়েছি তো কেন তুই মগবাজার চাঁদ তারা টয়লেট ক্লিনিং কোম্পানীতে গেলি ?? ভাল কোন কাজ করতি...... বস সবই হল প্ল্যান........ চাঁদ তারার সাথে টেকনোলজী জুড়ে দিয়ে অনেকের কাছে একটু খাতির পাইলাম,অনেকে নাম জানলো(লাত্থিও মেরেছে)..... কিন্তু যে পাবলিসিটি পেলাম সেটা তো নর্মালী পেতাম না..... জানেনই তো, There is nothing called bad publicity প্রিক্যাপ এতটুকুই,বিস্তারিত ভবিষ্যতে ( যদি সেফ থাকি )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.