সুমন প্রবাহন
(মাঝি, ইবন, রিপন, মুয়ীয, অভিজিৎ আমি এখনও বেঁচে আছি)
আর আসবেন তিনি; হাজারও মানুষের প্রত্যাশা এই
হাজারও মানুষ বৃষ্টিমুখী
অগ্রহায়ণের রোদে পোহাবেন শীত
মৃত মানুষদের কল্যাণ হোক
বলবেন তিনি।
ছড়িয়ে পড়বে আশীর্বাদ পিতার
যদি মেষপালন হয় আমাদের সংস্কৃতি
যদি ভাটিয়ালি হয় আমাদের গান
যদি লাঠিয়াল বাহিনী নেমে পড়ে
চরে চরে
তবে ধান কাটার মৌসুম আসুক
নবান্নের উৎসব আসুক পাড়ায় পাড়ায়
এ বছর কৃষকেরা পেয়ে যাবে ফসলের ন্যায্য মূল্য
এ বছর মজুদদারেরা মধ্যবিত্তদের কথা ভাববেন
আমাদের শিল্পমূল্য কতটুকু
এ নিয়ে
সমালোচকেরা যাই ভাবুন
আমরা কিন্তু কবিতা লিখব
দেশে দেশে যুদ্ধ বাঁধে
আমরা কান রাখি রেডিওতে, টিভিতে
কতজন যোদ্ধা কিংবা সাধারণ
এ বছর
বোমার আঘাতে ছিন্নভিন্ন হলো
এ সংবাদ আমরা শুনি
চা খেতে খেতে।
আর তাকিয়ে থাকি প্রান্তরের কুয়াশায়
জেরুজালেমে শান্তি প্রতিষ্ঠিত হলে
পৃথিবীতে শান্তি ফিরবে কিনা
এ নিয়ে আমি কোন কুতর্কে যাবো না
শুধু জানি
জেরুজালেমে ইতিহাস চিরকাল অশান্ত
যেন চিরকাল কান্না
সেই ঢেউ পৌঁছে যায় পৃথিবীর
-কানায় কানায়
হয়তো জেরুজালেম সে জন্যই কাঁদে, কাঁদাতে
আর যিশু
সাবমেরিনগুলো ঘোরে তোমার জন্য
মিগ কিংবা এফ-সিক্সটিন ওড়ে
তোমার জন্য
ব্যারাকে মিসাইলগুলো ঘুমোয় তোমার জন্য
সৈন্যরা প্রার্থনা করে যিশু তোমার জন্য
বনের বাঘেরা, মহিষেরা
এমনকি হরিণেরা তোমার জন্য
ওড়ে প্রজাপতি, বউপাখি, দোয়েল, ফিঙে
শাপলা ফোটে তোমার জন্য
যদি পাতা ঝরে পড়ে শীত এসে গেলে
যদি গাছগুলো ন্যাড়া হয়ে দাঁড়িয়ে থাকে
হলুদ পাতা সমেত
তবে আমি হেঁটে যাব
সেই বিবর্ণ পাতার পথ ধরে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।