আমাদের কথা খুঁজে নিন

   

মাইকেল জ্যাকসন বিষয়ক পোষ্ট

ভালো লাগে জোছনা রাতে মেঘ হয়ে আকাশে ভাসতে.... :)

অনেকক্ষণ থেকেই মাইকেল জ্যাকসনের উপর অনেক পোষ্ট পড়লাম। আজকে অনেকেরই মন খারাপ এই কিংবদন্তীর মৃত্যুতে। কিছুদিন পরেই মাইকেলের নতুন ট্যুর করার কথা ছিল- আবার সঙ্গীতের ভুবনে ফিরে আসার জন্য। যাই হোক। বিকেল থেকে খুঁজছিলাম মাইকেল-এর ইন্টারভিউ।

মুখচোরা স্বভাবের এই শিল্পীর খুব একটা ইন্টারভিউ খুঁজে পাওয়া যায়না, যে কয়টা আছে তা নিয়ে উঠেছে তুমুল সমালোচনা। অনেক ছোট বেলা থেকে শেষ বয়েস পর্যন্ত এরকম মাত্রারিক্ত সাফল্য খুব কম শিল্পীর জীবনে আছে। পশ্চিমা মিডিয়াগুলো যারা নিজেদের বাকস্বাধীনতার কথা বলে, তারা এই শিল্পীকে খুঁচিয়ে খুঁচিয়ে মনকে করেছে রক্তাক্ত। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে অসংখ্য মুখরোচক গল্প এসেছে যার কোনোটি টিকেনি। মাইকেল-এর গায়ের রং: মাইকেলের গায়ের রং কালোদের মধ্যে একটু উজ্জ্বল।

পারিবারিক একটি চর্মরোগের জন্য মাইকেলের গায়ের রং পরিবর্তন হ্ওয়া শুরু করে ৮০র দশকে। তখন তাকে অনেক সার্জারীর মধ্য দিয়ে যেতে হয়। রং পরিবর্তন করে মাইকেল নতুন কিছু হতে চায়নি, কারণ মাইকেল তখন এমনিতেই অনেক বিখ্যাত ছিল। যৌন নির্যাতন: এটি আরেকটি মুখরোচক গল্প। শুনা যাক, যে এই অভিযোগ করেছে, সে কি বলেছে এই ব্যাপারে: ""If I go through with this, I win big-time. There's no way I lose. I will get everything I want and they will be destroyed forever...Michael's career will be over" মানুষ কত নোংরা হতে পারে! উইকিপিডিয়ার এন্ট্রি: "Jackson began taking painkillers, Valium, Xanax and Ativan to deal with the stress of the allegations made against him. By the fall of 1993, Jackson was addicted to the drugs." সর্বকালের বিখ্যাত মানুষদের মধ্যে মাইকেল জ্যাকসন একজন।

এই মুহূর্তে পৃথিবীতে খুব কম মানুষই আছে যে মাইকেল জ্যাকসনের নাম কখনও শুনেনি। ৬৯-এর পরে মাইকেল জনসাধারণের সামনে এসেছিল ৯৩-তে ওপরা শো-তে। যে মানুষটি মিডিয়ার সামনে আসতে চায়নি, তাকে নিয়ে মিডিয়া যা করেছে তা তিলে তিলে একজন রক্ত মাংসের মানুষকে নিয়ে গিয়েছে মৃত্যুর দিকে। আজকে আমার মনও একটু খারাপ ছিল। সন্ধায় এক বন্ধুর সাথে কথা হচ্ছিল।

সে বলল, মাইকেলের মৃত্যু সাজানো ঘটনা। মিডিয়ার এ অত্যাচার থেকে বাঁচতে মাইকেল পুরো ব্যাপারটা সাজিয়েছে। খবর-এ পড়ছিলাম, মাইকেলের নিজস্ব ডাক্তার এই মৃত্যু বিষয়ে কোনো মন্তব্য করেনি। হুট করে মনে হলো তাই তো! এ কথা তো মাথায় আসেনি! মনটা একটু ভাল হয়ে গেলো। আমার বন্ধুটি বলল তার মা আজকে কেঁদেছে মাইকেলের মৃত্যুতে।

আমি তখন বুঝলাম তার বলা সাজানো ঘটনার গল্প নিছক ছেলেভুলানো গল্প। মাইকেল প্রেমীরা হয়তো আমার মতই ভাবছেন, ইস! আসলেই যেন সাজানো হয়! ভালবাসার মানুষকে কে হারাতে চায়? যেখানেই থাক, বেঁচে অথবা মৃত, মাইকেল ভাল থেক! মানুষ তোমাকে ভালবেসে যাবে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।