একটা বিশাল সময় ধরে আমাদের বাঙালী জীবনে আধুনিকতা মানেই ছিল মাইকেল জ্যাকসন।
তরুণের আধুনিকতাকে সঙ্গায়িত করতে মুরুব্বীগণ মাইকেল জ্যাকসনকেই মোটমুটি একক ধরে এগুতেন।
নিজের ভেতরে সময়কে আটকে রাখার ক্ষমতা কোনো কোনো কালে খুব কম মানুষের ভাগ্যেই জোটে।
মাইকেল জ্যাকসন যা পেরেছিলেন।
আর মিউজিকের কথা বলে দেবার মতো কিছুই নেই।
কারো অজানা কিছুই রেখে যাননি। তার গান, সমুদ্রের বাইরেও সমুদ্রের ঢেউ।
বৈচিত্র এবং বর্ণাঢ্যময় জীবনের অধিকারী এই শিল্পীর মহাপ্রয়াণে লাভ ক্ষতি সময়-ই ভালো বলতে পারবে। কারন আরো একজন মাইকেল জ্যাকসন আবার কোন মহাকালে আসেন সেটা কে বলতে পারেন।
আর কারো শূনত্য আসলে অন্যকে দিয়ে পূরণের নয়।
মাইকেল জ্যাকসনের জন্য ভালোবাসা।
আর এই আউল-বাউল, লালনের দেশে মাইকেল জ্যাকসন অপসংস্কৃতির বিভ্রান্তিতে নয়, বেঁচে থাকবেন আমাদের আধুনিক হবার সময়কালের স্মারক হয়ে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।