আমাদের কথা খুঁজে নিন

   

আসুন মাইকেল জ্যাকসন নয় মিকাইল জ্যাকসন এর জন্য প্রার্থনা করি !

সব হৃদয়ের গল্প বলি, রংধনুটাকে রং করি, নির্ঘুম চোখের কথা নিয়ে বৃষ্টির মত ঝরে পড়ি
'মাইকেল জ্যাকসন' এই নামটিই একটা ব্রান্ড। সারা বিশ্বের যে কোন প্রান্তে এমন লোক খুজে পাওয়া দুষ্কর যিনি মাইকেল জ্যাকসনের নাম শোনেনি। এই বিখ্যাত ব্যক্তিটি গতরাত ১২.৩০ মিনিট এ এই ধরা ত্যাগ করল। তার এই আকস্মিক মৃত্যুতে আমরা সবাই শোকাহত। আমি নিজে ব্যক্তিগতভাবে তার একজন ভক্ত।

তাকে আরো বেশি করে মনে স্থান দিলাম যখন তিনি ইসলাম ধর্মের সুশীতল ছায়ায় আসলেন। তার এই অকাল মৃত্যুর খবর আজ সকালে বি.বি.সি তে দেখে খুবই মর্মাহত হলাম। সেই ছোট বেলা থেকেই তার গান শুনছি। তার গানে ছিল একাধারে তারুণ্যের উম্মাদনা, সমাজের বিভিন্ন অসংগতি তুলে ধরা। তার বিখ্যাত গান They don't care about us' আজও অধিকার বঞ্চিত শিশুদের প্রতিবাদের সুর।

আসুন সবাই এই মহান সৃষ্টিশীল ব্যক্তির জন্য প্রার্থনা করি। Click This Link
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।