আমার হাতদুটো পা হয়ে গেলে আর পা হাত; তাহলে কি তুমি করমদর্নের সজ্ঞাটা পালটে দিবে
দেখা হবে অভিমানে
------------------------------
কোন রোদেলা দুপুরের আস্তিনে লুকিয়েছিলাম
অসংখ্য নীলখাম ও অভিমান
তারপর পথ আমাকে পথিক বলে ডাকলো
অচেনা শহরের গলির দেয়ালে, গাছের বাকলে, লাইটপোষ্টে
খোদাই করে রাখি অবশিষ্ট অভিমান;
হয়তো ফিরে যাবো বলে ------
হয়তো গোপনে হরিনীর ঘাড়ে দাঁত বসিয়েছিলাম প্রথম যৌবনে
প্রথম যৌবন থেকেই মানুষ অভিমান নিয়ে খেলা শিখে যায়
দুঃখের বাহুতে মাথা রেখে আসে ঘুম
পরবর্তী দুঃখের জন্য
বৃষ্টিতে ভেজে ফিনফিনে বিষাদের পর্দা
এই ভেজা অহেতুক নয়
হয়তো ফিরে যাবো সেই অভিমান ছুঁয়ে ছুঁয়ে
প্রতিটি সৃষ্টি একেকটা অচেনা শহর
মৃত্যুবধি আমার কবিতার শরীরে খোদিত হবে অভিমান
কোন আগন্তক পড়ে যাবে অভিমান ছুঁয়ে ছুঁয়ে
আমাদের আবার দেখা হবে, আবার দেখা হবে-----
---------------------------
আল্লাইয়ার
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।