ঘুনেধরা সমাজের নৈতিকতা বিবর্জিত মানুষ সকল আজ এই সুন্দর পৃথিবীটাকে অশান্তির আধার বানিয়ে ফেলেছে। শান্তির নূন্যতম পরশ কোথাও নেই। বনলতা সেনেরাও আজ নেই। কি হবে এই দুনিয়াই বেচে থেকে বলেন। কিছুদিন আগে একটি পোস্ট এ আমি শান্তিকামী সবাইকে সংগঠিত হতে বলেছিলাম আর এখন মনে হচ্ছে আমি হতাশাবাদীর দলে ভিড়ে যাচ্ছি ।
বলুন তো কি নিয়ে আমরা শান্তির আশা করতে পারি।
পারস্পরিক অবিশ্বাস আজ চরমে উঠেছে। কেউ কাউকে বিশ্বাস করে না । বাবা ছেলেকে বিশ্বাস করে না, ছেলে বাবাকে না, স্বামী স্ত্রীকে না, স্ত্রী স্বামীকে না, বন্ধু বন্ধুকে না। আজ চারিদিকে মিথ্যার ছড়াছড়ি।
মিথ্যা বলা আজ খুব বেসিক আর্ট। এ সমাজের কি হবে।
সমাধানঃ মানুষের মনের বিবেক জাগ্রত করা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।