আমাদের কথা খুঁজে নিন

   

গার্মেন্টস শিল্পের জন্য একটা সমাধানঃ আন্তর্জাতিক ওয়ার্কার সেফটি সার্টিফিকেশান

এই ব্লগে "আমি বিশ্বাস করি" সম্বলিত বাক্যের জন্য আমাকে দায়ী করতে পারেন। কিন্তু, "আমি মনে করি" সম্বলিত বাক্যের জন্য ব্লগার দায়ী নয়। ISO Certification, Product আর Service Quality-র উপর দেওয়া হয়। আবার ISO 14000 দেওয়া হয় Environmental Compliance এর উপর। কিন্তু Worker Safety-র উপর কিছু নাই।

উইকিপেডিয়া ঘুরে এসে, তাই মনে হলঃ Click This Link ISO না হোক, কোন International 3rd Party Compliance Authority থাকা দরকার। যারা Global ভাবে Worker Safety (Workplace, Health, Food, Social Issues) এর ব্যাপারে Certification দিবে। প্রয়োজনে এটাকে Localize করে ব্যাবসা-বান্ধব মাসিক ভাতায় গার্মেন্টস মালিকদের কাছে পরিচিত করা যায়। আর সব বড়বড় ব্রান্ডগুলোর উচিত, এই Certification ছাড়া কোনো গার্মেন্টস কোম্পানির সাথে ডিল না করা। কোনো কোম্পানি কাজ আউটসোর্স করলে, আউটসোর্সড কোম্পানিরও Worker Safety Certification থাকতে হবে।

খরচ কে দিবে? যতদূর জানি, খরচ বাচাতেই, বড়বড় ব্রান্ডগুলো বাংলাদেশে কাজ দেয়। ওরা শুধু Worker Safety-র জন্য বাড়তি খরচ করতে চায় না। তাহলে কাপড়ের খরচ বেড়ে যাবে। তাহলে, Worker Safety Guarantee-র জন্য খরচটা ওরা দিবে না। Worker Safety Guarantee-র দায়িত্ব কোম্পানিকে দেওয়া ঠিক হবে না।

এটা তাহলে বেশি বিশ্বাসযোগ্য হবে না। আমি বাংলাদেশের টপ গার্মেন্টস কোম্পানির Compliance হেড এর সাথে কথা বলেছি। ভদ্রলোক মালিকের আত্মীয়, Compliance এর "ক" ও উনি জানেন না বলে স্বীকার করলেন অকপটে। কিন্তু, Compliance এর পিছনে অনেক টাকা Allocate করা থাকে বলে, মালিক পক্ষ এখানে বিশ্বস্ত কাউকে চায়। আর সেই কারণে আত্মীয় কে কাজে লাগানো।

সরকার Worker Safety Guarantee দিলে বড়বড় ব্রান্ডগুলো সন্তুষ্ট নাও হতে পারে। দরকার পড়লে সহনীয় দামে Worker Safety Guarantee Certificate এর জন্য ভর্তুকি/স্পন্সরশীপ দিতে পারে। কি কি উপকার হবে? * বড়বড় ব্রান্ডগুলো কিছুটা হলেও দায় মুক্ত থাকতে পারবে * বাংলাদেশি গার্মেন্টস মালিকদের Compliance Audit এর যেখানে প্রোফেসনাল লোক ব্যাবহার করা হয় না, সেখানে আন্তর্জাতিকমানের সেবা পাবে * বাংলাদেশে এই সুবাদে আন্তর্জাতিক মানের প্রোফেসনাল Compliance Auditor তৈরি হবে। ডিস্ক্লেইমারঃ শুধু আইডিয়াটা দিলাম এখানে। আমি ওয়ার্কার সেফটি বিশেষজ্ঞ নই বা এরকম কোন সার্টিফিকেশান আগে থেকেই আছে কিনা জানি না।

এই ব্যপারে আপনার কিছু জানা থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করুন। মুল লেখাঃ Global Worker Safety Certification - A Practical Solution for Garments Industry In Bangladesh ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.