আমাদের কথা খুঁজে নিন

   

মুভি রিভিউ


Transformers: Revenge of the Fallen মুক্তি পাবার দিন যেতে পারিনি কাজ থাকার কারনে, উইকএন্ডে সময় পেয়ে আর দেরি করলাম না, অনেক দিন থেকেই এটার অপেক্ষায় ছিলাম কবে আসবে.....কবে আসবে। দুপুরে কাজ থেকে ফিরেই সিনেওয়ার্ল্ড মুখে যাত্রা। পৌছতেই না পৌছতেই দেখি বিশাল লম্বা লাইন এবং কারেন্ট শো সোল্ড আউট কি আর করা ৩৫ মিনিট দেরী করতে হবে নেক্সট শো এর জন্য। লম্বা লাইন কেটে টিকেট নিয়ে ভেতরে গিয়ে আবারো লাইন ধরো। মাঝখানে বসার ধান্দা আমার।

মোটামুটি চল্লিশ জনের পেছনে দাড়িয়ে গেম খেলে মোবাইলের বারোটা বাজাচ্ছিলাম। একসময় আমাদের ঢুকতে দেয়া হলো, তো তরিঘরি করে মাঝখানে জুতসই একটা সিট নিয়ে বসে পড়লাম। আস্তে আস্তে কানায় কানায় সিনেমা হল পূর্ন হয়ে গেল। মুভির ফ্যানদের অতি আগ্রহই মনে হয় এর কারন। তো প্রথম পর্ব যারা দেখেছেন তারা তো জানেনই অটোবট অপটিমাস প্রাইম এর নেতৃত্বে অটোবটরা ডিসিপশনদের পরাজিত করে এবং মেগাট্রনকে মেরে ফেলে সমুদ্রে ফেলে দেয়।

দ্বিতীয় পর্ব শুরু এখান থেকেই আমেরিকান সোলজাররা অটোবটদের সাথে নিয়ে একটা এলাই গঠন করে যাদের কাজ হলো বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকা ডিসিপশনদের খুজে বের করা এবং সোজা কথায় মেরে ফেলা। এমন যখন ঘটনা তখন স্যাম একটা বিশেষ মেটাল অবজেক্ট পায় এবং সেটা থেকে একটা রশ্নি তার মস্তিস্কে চলে যায়। যার ফলপ্রসূত স্যাম বিভিন্ন রকমের চিন্হ দেখতে পায় সবকিছুতে, এবং এই চিন্হের মাঝে লুকিয়ে আছে একটি স্থানের ম্যাপ যেখান থেকে পাওয়ার সংগ্রহ করে ডিসিপশনরা সূর্যকে ধ্বংস করে দিতে চায়। এটাই মোটামুটি কাহিনী। এর মাঝে মেগাট্রনকে আবারও জ্যান্ত করা হয়, মরুভুমিতে বিশাল মারামারি।

মাঝে মাঝে বোঝাই কষ্ট কোনটা কোন দলের রোবট। একঝাক লোহালক্কর আর কি !!! । সিয়া লেবাউফ এর অভিনয় আসাধারন হয়েছে। এই ওয়ান্ডার বয় মুভিটিকে বেশ টেনে নিয়ে গেছেন। ডিরেক্টর মাইকেল বে তার ধ্বংসযঙ্গ শুট্যিং এর সুনাম এর মধ্যেও রেখেছেন।

দারুন এ্যাকশন সিনে ভরপূর এই ছবিটি মুভি প্রেমিকদের মন ভরাতে পারবে। তবে খুব বেশী এ্যকশনের দিকে মনোযোগ দিতে গিয়ে কাহিনী কিছুটা দুর্বল হয়ে গেছে এবং বেশ কিছু অংশ জোড় করে জোড়াতালি দেয়া হয়েছে বলে আমার মনে হয়েছে। তবে এর মজা পুরোপুরি ভাবে উপভোগ করতে চাইলে অন্তত ২ বার দেখতে হবে। প্রথম বার দেখলে অনেক কিছুই অস্পষ্ট থাকে। যাই হোক আর বলবো না বললে মজা শেষ হয়ে যাবে, ও শেষ কথা রোবট বাম্বল বি অসাধারন ফানি অভিনয় করেছে।

আমি বাম্বল বি র ফ্যান আর আপনি..............?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.