আমাদের কথা খুঁজে নিন

   

'বিশ্বে ১০২ কোটি মানুষ অভুক্ত'

The most beautiful thing is to see a person smiling And even more beautiful is, knowing that you are the reason behind it!!!
বিশ্বে অভুক্ত মানুষের সংখ্যা ২০০৯ সালে মোট জনসংখ্যার ছয় ভাগের এক ভাগ অর্থাৎ ১০২ কোটিতে দাঁড়িয়েছে। এর আগে এই সংখ্যা কখনো এতটা বাড়েনি। জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। জাতিসংঘ সংস্থাটি বলছে, অতি সম্প্রতি এই সংখ্যা বৃদ্ধির কারণ সারা বিশ্বে কৃষি উৎপাদন কম হওয়া নয়, বরং বিশ্ব অর্থনৈতিক সঙ্কট। অর্থনৈতিক সঙ্কটের কারণে মানুষের আয় কমে গেছে এবং বেকারত্ব বেড়েছে জানিয়ে এফএও বলছে, এতে গরিব মানুষের খাদ্যদ্রব্য কেনার সামর্থ্য কমে গেছে।

এফএও'র মহা-পরিচালক জ্যাক দিউফ বলেন, "বৈশ্বিক অর্থনৈতিক মন্থরতা ও বহু দেশে খাদ্যদ্রব্যের উচ্চ মূল্য, এ দু'টি বিষয়ের ভয়ঙ্কর প্রতিক্রিয়ায় গত বছরের তুলনায় এ বছর আরও ১০ কোটি লোক স্থায়ী অভুক্ত ও দরিদ্র হয়ে পড়েছে। "এই অবস্থা বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকির সৃষ্টি করেছে। তাই পুরোপুরি ও দ্রুত অভুক্তের সংখ্যা নির্মূলে আমাদের জরুরিভাবে ব্যাপকভিত্তিক ঐকমত্য গড়ে তোলা প্রয়োজন। " দিউফ বলেন, "বিশ্ব খাদ্য নিরাপত্তাহীনতার বর্তমান অবস্থায় আমরা উদাসীন থাকতে পারি না। " কৃষি উৎপাদন ও উৎপাদনশীলতা বাড়ানোর জন্য গরিব দেশগুলোকে নীতগত ও অর্থনৈতিক পরামর্শ এবং উন্নয়নের হাতিয়ার দিতে হবে বলে মনে করেন এফএও মহা-পরিচালক।

তিনি বলেন, "কৃষি খাতে বিনিয়োগ অবশ্যই বাড়াতে হবে। কেননা বেশির ভাগ গরিব দেশের কৃষি খাতকে শক্তিশালী করে তোলা দরকার, যাতে দেশগুলো সঙ্কট কাটিয়ে উঠতে পাওে। " আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) প্রেসিডেন্ট কানাইও এফ নওয়ানজে বলেন, "বিশ্বের বহু অভুক্ত ও গরিব লোক উন্নয়নশীল দেশের ছোট ছোট কৃষক। যদিও তাদের নিজেদের চাহিদা পূরণের সামর্থ্য তাদের আছে, খাদ্য নিরাপত্তা গড়ে তুলতেও সক্ষম তারা। "এ বিষয়ে কোনও সন্দেহ নেই যে উন্নয়নশীল দেশগুলোয় ছোট ছোট কৃষকদের জন্য বিনিয়োগ বিশেষ করে বৈশ্বিক অর্থনৈতিক সঙ্কটের সময় সব চেয়ে টেকসই নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলবে।

" সুত্রঃ Deutsche Welle
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।