এইত কিছু দিন আগে গিয়েছি নচিকেতার গানের অনুষ্ঠানে, বেচারী মনে হয় রাজনীতিবীদের দেখতে পারে না, ঊনার কাজ হইল তাদের পঁচানো। মঞ্চে ঊঠেই বললেন, আজকে এখানে অনেক বাংলাদেশী বাঙ্গালী আছেন, রাগ করবেন না দাদা, আপনাদের প্রধানমন্ত্রী ও আমাদের মুখ্যমন্ত্রী নিয়ে একটা জুকস শুনাই ----
আমাদের মুখ্যমন্ত্রী মশাইরে জীবনেও হাসতে দেখী নাই, বেচারী খুব গম্ভির মানুষ, যেন হাসি কি ?বোধ করি তা উনি জানেন না । তো আপনাদের প্রধানমন্ত্রী এসেছেন পশ্চিমবঙ্গ সফরে , পরিচয়ের প্রথমেই শেখ হাসিনা বললেন, আমি হাসিনা।
আমাদের মুখ্যমন্ত্রী মুখ গম্ভীর করে বললেন, তো কি হয়েচে আমিওতো হাসি_না
উপসংহারঃ মাননীয় প্রধানমন্ত্রী আজকাল আপনাকে খুবই গম্ভীর দেখা যায়, আগের থেকে অনেক কঠোর হইতে আপনি আপ্রান চেস্টা করিতেছেন বুঝা যায় , হ্যা আপনাকে যে কঠোর হতেই হবে। আশা করি আপনি আরো কঠোর হবেন জঙ্গী দমনে এবং রাজাকার-যূদ্ধাপরাধী দমনে। ওদের দমন করতে গিয়ে হাসিটা লুকানো আজ খুব দরকার মাননীয় প্রধানমন্ত্রী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।