আমাদের কথা খুঁজে নিন

   

হাহ্‌ বাবা দিবস এর পরিকল্পনা!!

ঘুমাইতে চাই

আর কয় দিন পর ই আসছে বাবা দিবস। সবাই ভালবাসা জানাবে তাদের বাবা দের, কেউ আবার মৃত বাবাদের আত্মার শান্তি কামনা করবে। এদের সবার ভীড় এ আমি ও তো হারিয়ে যেতে চাই, বাবা, তুমি কেন এমন করলে? আমি তো জানামতে কোনো দুঃখ দেই নি তোমাকে, আমার সবচেয়ে দুঃখের দিন কেন হলো এই বাবা দিবস? আমার সমস্ত ভালবাসা কে ঘৃনায় কেন বদলে দিলা তুমি? এখন আমার মনে হয় তুমি যদি বেচে না থাকতা তাও বোধ হয় আমার এতো কষ্ট হতো না, i miss u baba, cuz the person u r now is not my baba anymore

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।