যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে
জনমত সৃষ্টিতে পোস্টার ক্যাম্পেইন
যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া তরান্বিত করার জন্য জনসমর্থনের লক্ষে কুড়িগ্রামে শুরু হয়েছে পোস্টার ক্যাম্পেইন।
বৃহস্পতিবার কুড়গ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল প্রকাশিত পোস্টার বীর প্রতীক আব্দুল হাইয়ের হাতে তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: আসাদুজ্জামান। পোস্টার ক্যাম্পেইন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র আবুবক্কর সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু, আকরাম হোসেন, আমিনুল ইসলাম, গোলাম রব্বানী, আয়নাল হক, সাংবাদিক মমিনুল ইসলাম মঞ্জু, শ্যামল ভৌমিক, ইউসুফ আলমগীর, ওয়াহেদুজ্জমান তুহিন, বাদশাহ সৈকত ইউনুস আলী, ছানালাল বকসী, রেজাউল করিম রেজা, আহসান হাবীব নীলু, ফজলে ইলাহী স্বপন, সফি খান, ইউপি চেয়ারম্যান উমর ফারুক, আইয়ুব আলী, আব্দুল মালেক প্রমূখ। এ সময় জেলার বিভিন্ন স্থানে পোস্টার লাগানোর জন্য পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণের কাছে পোস্টার হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সংবাদকর্মীদের এই ক্যাম্পেইন সফল করতে সার্বিক সহযোগিতার আহ্বান জানান বক্তারা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।