আমাদের কথা খুঁজে নিন

   

নিজামিকে অন্য আদালতে হাজির না করার নির্দেশ

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডবি্লউ) বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কেন ব্যবস্থা নেওয়া হবে না- তার কারণ জানতে চেয়ে নোটিস জারি করেছেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতকাল বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।

একই ট্রাইব্যুনাল জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে বিচার কার্যক্রম ৮ সেপ্টেম্বর থেকে একটানা চলবে বলে জানিয়েছেন। ওই তারিখের পর ট্রাইব্যুনালের নির্দেশ ছাড়া নিম্ন আদালতে অন্য কোনো মামলায় নিজামীকে হাজির না করারও নির্দেশ দেওয়া হয়েছে। এইচআরডবি্লউ'র পরিচালনা পর্ষদ, সংস্থাটির এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস ও সহকারী স্টর্ম টিভকে তিন সপ্তাহের মধ্যে তিনটি সুনির্দিষ্ট বিষয়ে ট্রাইব্যুনালে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বিষয় তিনটি হলো-গোলাম আযমের বিচার প্রক্রিয়া নিয়ে অনৈতিকভাবে পাঁচটি অবৈধ মন্তব্য এবং আপিল বিভাগের বিচারাধীন দুটি মামলার বিষয়ে মনগড়া মন্তব্য করা; ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম সরেজমিন পর্যবেক্ষণ না করে 'মনগড়া, ভিত্তিহীন, মিথ্যা, দুরভিসন্ধিমূলক প্রতিবেদন প্রকাশ করে বিচারকদের ভূমিকা এবং বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা এবং ইচ্ছাকৃত ও অনৈতিকভাবে প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে ট্রাইব্যুনালের বিচারকদের সুনাম ও মর্যাদাহানি করা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এ আদেশের অনুলিপি পাঠানোরও নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে ৩০ সেপ্টেম্বর পরবর্তী আদেশ দেওয়ার দিন ধার্য করা হয়েছে। আদেশে নোটিসের কপি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিবাদীদের কাছে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ায় পক্ষপাতিত্বের অভিযোগ তোলায় হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডবি্লউ) বিরুদ্ধে ২০ আগস্ট আদালত অবমাননার অভিযোগ দায়ের করে প্রসিকিউশন।

নিজামীর বিচার একটানা চলবে : জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম ৮ সেপ্টেম্বর থেকে একটানা চলবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনাল। ওই তারিখের পর ট্রাইব্যুনালের নির্দেশ ছাড়া নিম্ন আদালতে অন্য কোনো মামলায় নিজামীকে হাজির না করারও নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। প্রসিকিউটর মোহাম্মদ আলী সাংবাদিকদের বলেন, মামলার কাযর্ক্রম দ্রুত শেষ করার জন্যই ট্রাইব্যুনাল স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দিয়েছেন। এর আগে নিজামীর বিরুদ্ধে এ দিন প্রসিকিউশনের ১৯তম সাক্ষী আবু সামা ফকির জবানবন্দি দেন।

আবু সামা ফকির জবানবন্দিতে বলেন, নিজামী ইশারা দেওয়ার পর করমজা গ্রামের নিশিপাড়া কালী বাড়ি সংলগ্ন একটি তেঁতুল গাছের নিচে হাবিবুর রহমান ও আক্কাসকে গুলি করে হত্যা করে পাকিস্তানি বাহিনী। সাক্ষী বলেন, ১৯৭১ সালের ৮ মে সকালে করমজা গ্রামে গিয়ে দেখি মেগা ঠাকুরসহ নয়জনের লাশ পড়ে আছে। সেখানে উপস্থিত লোকজনের কাছে জানতে পারি নিজামী পাকিস্তানি সেনাদের দেখিয়ে দিয়ে এ ঘটনা ঘটিয়েছেন।

আলীম আত্দগোপনে ছিলেন : মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বিএনপির সাবেক মন্ত্রী আবদুল আলীমের পক্ষে জবানবন্দি দিয়েছেন ছেলে সাজ্জাদ বিন আলীম। ট্রাইব্যুনাল-২ জবানবন্দি গ্রহণ করেন।

আজ এ সাক্ষীকে জেরা করবে প্রসিকিউশন। জবানবন্দিতে সাজ্জাদ বিন আবদুল আলীম বলেন, ১৯৭১ সালের ১৬ বা ১৭ এপ্রিল পাকিস্তানি সেনাদের আক্রমণের ভয়ে মাসহ জয়পুরহাট শহরের পাশর্্ববর্তী গ্রাম আউশগাতে বাবা আবদুল আলীম আমাদের পাঠিয়ে দেন। এর কয়েকদিন পর বাবা জয়পুরহাট শহর থেকে অন্য জায়গায় আত্দগোপন করেন।

মাঈনুদ্দিন-আশরাফের সাক্ষ্য গ্রহণ ৫ সেপ্টেম্বর : মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক চৌধুরী মাঈনুদ্দিন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে ৫ সেপ্টেম্বর প্রসিকিউশনের ২১তম সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হবে। ট্রাইব্যুনাল-২ এ দিন পুনঃনির্ধারণ করেন।

গতকাল জবানবন্দি গ্রহণের দিন ধার্য থাকলেও প্রসিকিউশন সাক্ষী হাজির করতে পারেনি। এদিকে এ মামলায় অতিরিক্ত সাক্ষী হিসেবে কামাল লোহানীর সাক্ষ্যগ্রহণের আবেদন খারিজ করেছেন ট্রাইব্যুনাল।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।