আমাদের কথা খুঁজে নিন

   

রাশেদ খান মেনন আপনি কেন নিজামিকে বুকে নিয়েছিলেন????

সেই চিরবিদ্রো.... যে লড়াই , কখনো শেষ হয়না.... আমাদের এই দূরাচার স্বভাব কবে দূর হবে!!!????? আমরা করি এক বলি আরেক!!!! দেখূন নীচে-- বলছে কি আর করছে কি!!!!!! খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়েছেন: মেনন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ‘মুক্তিযুদ্ধের সকল অর্জনকে মিথ্যায় পরিণত করতেই বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়েছেন।’ তিনি বলেন, ‘বিএনপি-জামাত জোটের আন্দোলন-রোডমার্চ জনগণের স্বার্থে নয়।’ আমাদের এই দূরাচার স্বভাব কবে দূর হবে!!!????? রাশেদ খান মেনন আপনি কেন নিজামিকে বুকে নিয়েছিলেন???? ষ্পষ্ট করে বলুন । জাতি জানতে চায়?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।