আমাদের কথা খুঁজে নিন

   

সাঈদীর রায় এই সপ্তাহে হচ্ছে না

ভালবাসি অপেক্ষার তালিকায় থাকলেও দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রায় এই সপ্তাহে হচ্ছে না বলে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের মুখপাত্র তা নিশ্চত করেছেন। ট্রাইব্যুনালের নিবন্ধক নাসির উদ্দিন আহমেদ সোমবার বলেন, সাঈদীর মামলার রায়ের দুই-একদিন আগে তা সাংবাদিকদের জানানো হবে। “তবে এই সপ্তাহে নয়,” সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন তিনি। আগামী ১৪ ফেব্রুয়ারি এই রায় হতে পারে বলে গুঞ্জন থাকার বিষয়টি জানানো হলে কিছু সময় চুপ থেকে নাসির উদ্দিন বলেন, “কোনো সুযোগ নেই। ” জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাঈদীর মামলায় সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে গত ২৯ জানুয়ারি ট্রাইব্যুনাল জানায়, যে কোনো দিন রায় দেয়া হবে।

২০১১ সালের ৩ অক্টোবর সাঈদীর বিরুদ্ধে গণহত্যা, ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের ২০টি ঘটনায় অভিযোগ গঠন হয়। ট্রাইব্যুনালে এই পর্যন্ত দুটি রায় হয়েছে। গত ২১ জানুয়ারি প্রথম রায়ে জামায়াতের সাবেক রুকন আবুল কালাম আযাদকে ফাঁসির দণ্ড দেয়া হয়। এরপর গত গত ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় রায়ে জামায়াতের আরেক নেতা আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। ওই রায়ে অসন্তোষ প্রকাশ করে সারাদেশে বিক্ষোভ চলছে।

এই আন্দোলনে অকুণ্ঠ সমর্থন জানিয়েছে দেশবাসী। জাতীয় সংসদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকেও এই আন্দোলনে সংহতি জানানো হয়েছে। অন্যদিকে এই বিচারকে ‘প্রহসন’ দাবি করে জামায়াত ট্রাইব্যুনাল বাতিল এবং সাঈদীসহ আটক নেতাদের মুক্তি চাইছে। #### জামায়াত-শিবিরের আস্তানা Click This Link  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.