'সমকালীন চলচ্চিত্র প্রদর্শনী-২০১৩' শীর্ষক সপ্তাহব্যাপী সমকালীন চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী। গতকাল থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত চলা প্রদর্শনীতে দেখান হবে সমকালীন সাতটি চলচ্চিত্র।
চলচ্চিত্রগুলো হচ্ছে- রেদওয়ান রনির 'চোরাবালি', গিয়াসউদ্দিন সেলিমের 'মনপুরা', মোরশেদুল ইসলামের 'আমার বন্ধু রাশেদ' ও 'চাকা', তারেক মাসুদের 'রানওয়ে', হুমায়ূন আহমেদের 'ঘেটুপুত্র কমলা' এবং চাষী নজরুল ইসলামের 'দেবদাস'। শিল্পকলা একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্রবিষয়ক বিভাগের ব্যবস্থাপনায় প্রদর্শনীটি চলবে জাতীয় নাট্যশালার ষষ্ঠ তলায় ইন্টারন্যাশনাল কালচারাল আর্কাইভে। প্রদর্শনী প্রতিদিন সন্ধ্যা ৬টায়। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।