আমাদের কথা খুঁজে নিন

   

শিল্পকলায় আজ 'গররাজি কবিরাজ'

নাট্যধারা থিয়েটারের ২২তম প্রযোজনা 'গররাজি কবিরাজ'র উদ্বোধনী মঞ্চায়ন হতে যাচ্ছে আজ। সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমীর এঙ্পেরিমেন্টাল

থিয়েটার হলে নাটকটি মঞ্চায়ন হবে। নাটকটির রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন প্রতিথযশা নির্দেশক আশীষ খন্দকার। অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিশিষ্ট নাট্যজন খালেদ খান।

কমেডি ধাঁচের এ নাটকটিতে অভিনয় করেছেন অলক বসু, শামসুন নাহার বিউটি, রফিকুল ইসলাম, রিয়াদ মাহমুদ, আশরাফুন নিহার, মাঈনুল ইসলাম খান স্মরণ, রহিসুল ইসলাম তমাল, কামাল হোসেন, সঙ্গীতা বড়ুয়া প্রমুখ।

নাটকটি সমন্বয় করেছেন হাসান মাহমুদ পলাশ। নাটকটির গল্পের অবতারণা এক মাতাল কাঠুরিয়াকে নিয়ে। যে কিনা ঘটনাচক্রে একজন কবিরাজে পরিণত হন।

নাট্যশালায় জেনেসিসের 'দামাল ছেলে নজরুল' : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেনেসিস থিয়েটারের প্রযোজনায় মঞ্চস্থ হলো 'দামাল ছেলে নজরুল'। গতকাল সন্ধ্যায় জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ এ নাটক নাট্যদল জেনেসিস থিয়েটারের সপ্তম মঞ্চায়ন।

মাহমুদুল্লাহ রচিত নাটকের নির্দেশনায় ছিলেন নূর হোসেন রানা।

অসাম্য, অন্যায়, জরাজীর্ণ আর অনৈতিকতার বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বাউণ্ডুলের মতো জীবন চালনার জন্য মায়ের বকুনি আর বিবেকের তাড়নায় ইন্সপেক্টর কাজী রফিজুল্লাহর বাড়ি ময়মনসিংহে লজিং থেকে তিনি পড়াশোনা করেন। সেখানে তিনি লজিংবাড়ির মেয়ে সিতারার সঙ্গে পরিচিত হন। নিজ গুণেই তিনি ময়মনসিংহর কাজীর সিমলা গ্রামের শিক্ষক ও সাধারণ মানুষের মন জয় করেন।

এ ভালোবাসা সহ্য করতে না পেরে কিছু বখাটে সহপাঠী নজরুলকে বিরক্ত করতে থাকে। তাই সেখান থেকে তিনি আবার চলে আসেন চুরুলিয়ায় মায়ের কাছে। ভর্তি হন রানীগঞ্জে 'শিয়ারশোল' স্কুলে। এ স্কুলে থাকা অবস্থায় ইংরেজ তাড়ানোর কাজ শুরু করেন নজরুল। পরে আবারও অন্যায়ের বিরুদ্ধে কলম হাতে নেন তিনি।

সাপ্তাহিক 'বিজলী' পত্রিকায় আকাশ ফাটানো 'বিদ্রোহী' কবিতা প্রকাশ পেলে সারা দেশ নতুন করে জাগ্রত হয়। সে সময় নজরুল ইচ্ছা পোষণ করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে দেখা করার এবং সেখানে তিনি রবীন্দ্রনাথের আশীর্বাদ গ্রহণ করেন। এভাবেই এগিয়ে যায় নাটকের কাহিনী।

'দামাল ছেলে নজরুল'-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমন খান, নিথর মাহবুব, সোহরাওয়ার্দী তালুকদার, সাবা, শারমিন, ইকবাল, সাকিব, আবু তাহের, রায়মা, মুরাদ, ফারজানা, প্রদীপ, জয়নুল আবেদীন, মীম, জাহিদ, লোপা, সুমন, আফরোজা, মোক্তার, পারুল, সারিকা, নুর হোসেন রানা প্রমুখ।

একই সময়ে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হয়েছে জাপানি নাট্যকার ইয়াজো ইয়ামামতো রচিত ও অধ্যাপক আবদুস সেলিম অনূদিত নাটক 'এক শ বস্তা চাল'।

গোলাম সারোয়ার নির্দেশিত নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন ফয়েজ জহির, জুনায়েদ ইউসুফ, খুরশিদ, গোলাম শফিক, আবুল কালাম আজাদ সেতু, নুরুজ্জামান রাজা, সিক্ত, জয়িতা, পিয়া, তন্ময়, সুকর্ণ, তাওহীদ, আজাদ প্রমুখ।

প্রদর্শিত হলো 'রানওয়ে' : শিল্পকলা একাডেমী আয়োজিত সপ্তাহব্যাপী সমকালীন চলচ্চিত্র প্রদর্শনীর চতুর্থ দিন গতকাল সন্ধ্যায় আন্তর্জাতিক আর্কাইভ কক্ষে প্রদর্শিত হয়েছে প্রয়াত নির্মাতা তারেক মাসুদ নির্মিত 'রানওয়ে'। ৮ সেপ্টেম্বর শেষ হবে সপ্তাহব্যাপী এ চলচ্চিত্রের প্রদর্শনী।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।