স্বাধিন হব বলে সংগ্রাম করি...
নাগরিক চিমনিতে জ্বলছে বামপন্থী আগুন; পুতুল পালক রাজা ঘুমায় গনতন্ত্রের খড়ের বাসায়,
টুকিটাকি আন্দলোন হলেও সংগ্রামের পর্যায়ে গড়ায় না,
যুদ্ধ হলে বড় সুবিধে হয় মশাদের, আরো সুবিধে হয় শকুন, ইদুর আর সব খাদক পোকাদের,
এই শহরে তুমি কার কাছে আশ্র্য় চাবে বল!
যারা তোমার বুকের দৈর্ঘ্যের এককে তোমার গুরুত্ব মাপে তাদের উঠোনের শালিক হবে তুমি?
তোমার জন্য আমি কেবিনেটের বয়ামে জমিয়ে রেখেছি জলপাই স্বপ্ন, আমার
শর্ষে দানার কালষিটে মন; বৃষ্টি কদম দিনের বকেয়া সংলাপ,
সাইবার জানালায় বৃষ্টি এলে কপাট বন্ধ করে মাউথ অরগান বাজাই,
আকুতির দাড়কাক ১৪ বাড়ি ঘুড়ে তোমাকেই খুজেছে, ঘুরে ফিরে যা বুঝেছে
তা অপ্রকাশযোগ্য;
গুরুত্বপূর্ণ কথাটা বলে রাখি, বিকাশের জন্য নগ্ন হয়েও, প্রকাশের জন্য নয়,
বিচ্ছেদের কারাজীবনের কত বছর পূর্ণ হল রেখেছো কী খবর!!
জামিনে মুক্তি মিলেনা নিয়ম মাফিক আভিনয়ের প্রোটকলের কবল থেকে,
এই শহরের সংকীর্ণ গলির আইলের ধারে আমাদের স্বপ্নের ঘাস বুনার এতটুকু যায়গা বাকি নাই;
জমির দখল গেছে সমকামী কর্পোরেট হাইপার ক্ষুধায়,
হারিয়ে গেছে সব, হারিয়ে যাওয়ার বৈশাখী মিছিলে মুখোশ পরি তাই…
শুক্রানু অবাস্থা থেকেই অস্তিত্ব রক্ষাকারী দৌড় প্রতিযোগিতা… এইসব দৌড় থামেনি আর;
জীবনের দপ্তরীক ডেস্ক থেকে ছুটিছাটা নিয়ে একদিন গোপনে চলে এসো; তোমাকে নিয়ে রাতের শেষ আধারেই পালিয়ে যাব ছেড়েছুড়ে সর্বগ্রাসী এই আনবিক হলোকাস্টের কলোনীয়াল শহরতলী!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।