১৯৭১-এ যার যা ছিলো তাই নিয়ে সবাই প্রাথমিক প্রতিরোধ গড়েছিলো। লাঠি-সোটা থেকে শুরু করে এল.এম.জি; সবই হয়ে উঠেছিলো মোক্ষম অস্ত্র। আজ ২০১৩-তেও সবাই প্রতিবাদী; প্রতিবাদের মাধ্যম হচ্ছে কখনো মশাল-মোমবাতি, কখনো পোস্টার-প্ল্যাকার্ড, আবার কখনো নিনাদ-নীরবতা। শহরতলী’র কাছে যে অস্ত্রটা আছে, তা হলো গান! প্রতিবাদের ভাষা এখানে কথা-সুর-সংগীত। শহরতলী তোমাদের জন্য “গনজোয়ার” গানটি’র অপ্রকাশিত (ডেমো) সংস্করনটি প্রকাশ করছে। --তুমি কে? আমি কে? --বাঙালী বাঙালী; জয় বাংলা... শেয়ার করো, সবার মাঝে গনজোয়ারের আবহ ছড়িয়ে দাও... ==গণ জোয়ার== --------------------- কথা: নীতেশ বড়ুয়া সুর:মিশু খান ব্যান্ড:শহরতলী এ্যালবাম:অপর পৃষ্ঠা দ্রস্টব্য (আসছে) লঙ্ঘিত সীমানায় চর্চিত স্বাধীনতা অস্থির এ সময় হে, মুক্তি মিলিবে সীমানা ছাড়িয়ে, কণ্ঠে শাণিত মুক্তির বাণী থেকো তবে হুঁশিয়ার... হুঁশিয়ার... হুঁশিয়ার... দুর্গম এ স্বাধীনতা রক্ষা করো মুক্তির সীমানা এ স্বাধীনতা তব বেঁচে থাকার অঙ্গীকার, বজ্র নিণাদে মুক্তির সংগ্রামে তোল তব কলমের হাতিয়ার... হাতিয়ার... হাতিয়ার... হাতিয়ার জাগ্রত স্বাধীনতা আজ সংহত লড়ে যাক তব মুক্তি মিছিলে তোমার আমার অহংকার... স্বাধীনতার... স্বাধীনতার... আমাদের স্বাধীনতার গণ জোয়ার...এ স্বাধীনতার... আমাদের স্বাধীনতার শুনুন ডাউনলোড করুন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।