আমাদের কথা খুঁজে নিন

   

Save constitution and constitutional rights movement forum



ফোরাম গঠনের পঠনে পঠভুমিঃ গতদুই বছরের তত্তাবধায়ক সরকারের কার্যক্রম ও জোট সরকারের সময় নিয়োগ প্রাপ্ত নির্বাচন কমিশনারের ভুমিকা গভীরভাবে পর্যালোচনা করলে বিষয়টি স্পস্ট হবে। তাছাড়া ৭৫' পরবর্তী সরকারের ভুমিকা পর্যালোচনা করলেও বিষয়টি স্পষ্ট । সংবিদান কে পাশ কাটিয়ে/লংগন করে কিছু লোভী/র্স্বাথান্বেশী মহল/উচ্ছাবিলাসী সামরিক অফিসার/কিছু কুলাংগার রাজনীতিবিদের পত্যক্ষ ও পরোক্ষ মদদে দেশ শাসন-শোসন করেছে। আর তার খেশারত ও দাযভার জাতিকে বহন করতে হচ্ছে। আমরা গত দুই বছরের ঘটনার দিকে তাকলে দেখতে পাই নির্বচন কমিশনার বিচারপতি আজিজুর রহমান- মাহফুজুর রহমান এর র্নিলজ্ব ভূমিকা।

কিভাবে তারা আইন পাশ কাটিয়ে/অপব্যহার করে পরিস্থি জটিল করেছে। সর্বোপরি দায়িত্ব পালনে চরমভাবে ব্যর্থ হয়েছে। একই ভাবে মেরুদন্ডহীন প্রেসিডেন্ট ডঃ ইয়াজ উদ্দিন নাটকীয় ভাবে সংবিদানের ফাঁক/ফাকি দিয়ে প্রধান উপদেষ্টার পদ দখল করে জাতির প্রতি চরম অবজ্গা দেখিয়েছে। যার মূল্য জাতি তথা গরীব জনগনকে দিতে হয়েছে-হচ্ছে। পধান উপদেষ্টা ইয়াজ/ ইয়েছ উদ্দিন ও তার দোসরদের ভূমিকা,পরর্বতীতে প্রধান উপদেষ্টা ডঃফকরুদ্দিন সাহেবের শাসন/সামরিক শাসন আমরা সবাই হাড়ে-হাড়ে টেরপেয়েছি/ খবর হয়েছে।

এখানে একটি বিষয় উল্লেখ না করলে নয়-আইন উপদেষ্টা ভ্যারিষ্টার মইনুল হোসেন ও টক শো আয়োজন কারী মিডিয়া গুলোর টকেটিব শো পুনরায় দেখলৈ অনেকের ভূমিকা টের পাওয়া যাবে। এত কথা বলার উদ্দেশ্য হচেছ কি ভাবে দেশের সংবিদানকে অবমাননা করে /লংগন করে/সাংবিধানিক দায়িত্ব পালন না করে জাতিকে বির্পযের মধ্যে ফেলেছে। যারা সাংবিধানিক পদে থেকে দায়্ত্তি পালনে অবহেলা /গাফেলতি/ব্যর্থ হবে তাদের জন্য শাস্তির বিধান করা দরকার। আর যাতে কেহ সংবিধান লংগন করতে না পারে। তাই আমি সবাইকে অনুরোধ করব এই বিষয়ে সবাই সোচ্চার হোন এবং ফোরাম গঠনে সহযোগিতা করুন।

অপনাদের পরার্মশ ও সহহযোগিতা প্রয়োজন। গত দুই মাসের পত্রিকা পড়লে সহজেই অনুমেয় যে আমার লেখা সটিক এবং তৎথপর্যপুর্ণ। সংবিদানকে পাশ কাটিয়ে যেন কেহ কিছু করতে না পারে,সেইসাথে সাধারন মানুষের অধিকার সমুন্নত রাখতে এ ধরনের forum গঠনের মাধ্যমে সবাইকে সোচ্চার হতে অনুরোধ করছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।