আমাদের কথা খুঁজে নিন

   

কারনহীন অকারনের খোঁজে (মনুষ্যহীন পৃথিবীর খোঁজে-২)

বেঁচে থেকেও আমি মৃত; কিছু না লিখতে জেনেও কবি............

কারনহীন অকারনের খোঁজে; আমি পথ হাতরাই বৃন্দাবনে; যদি সত্যি ভূল করে অথবা অবেচতন মনে ডাল ভেঙ্গে পড়ে আমার এইখানটাতে। ঠিক এইখানটা; হাজার বছর ধরে শূন্যতা নিয়েই যার বাস। বারবার তাকে পাবার বাসনা করেও আবার মুখ ফিরিয়ে নেয়া, হাত বাড়িয়েও আবার চুপষে যাওয়া। তার কঠিন কর্কশময় মোহনীয়তা খাটিয়ে মারে সকাল বিকেল; ধাপকি দেয়; ছন্নছাড়া না হবার পথ দেখায়। অবাক হয়ে সে পথেই ছুটে চলা; ভাল না হবার ব্রত করেও ভালো হবার অদম্য বাসনা।

নিস্কালয় আধারে তার কাজল কালো চোখ; কামনা জাগায়; কারনহীন ভালোবাসার লোভ! পথ খুঁজতে খুজঁতে ব্যাথা হয়ে যাওয়া পায়ের থাই; নরকঙ্কাল মস্তিস্কের রক্তক্ষরন। আবারো ষোড়শী যুবতীর মাতাল চাহনি; তিরস্কার করা পৌরষত্বের নরম শিহরন। রাতের ট্রেনে বাড়ি ফিরে বৌয়ের বিছানায় ফুলসজ্জা। কোন কিছুরই কোন মানে হয়না আজকাল; কোন কারনও খুঁজে পাওয়া যায়না। একটু রোদেই খসে পড়া লাল দেয়ালের রাঙ্গানো ইট; সুরকীর সাথে মনমালিন্য; ছুটে চলা মাটির টানে।

পোড়া মাটির তলানীর নরম ছোঁয়া, তত্বতত্বহীন সহজ জবানবন্দী; কোন মানে হয়? তারপরেও আবার গাছের মগডাল চষে বেড়ানো কাঠবিড়ালীর নোংরা হাঁচি; শব্দহীন রাতের অপেক্ষা; অন্ধকার নিঝুম রাত। পাহাড়ের বিশালতা মাঝে মাঝে মহান করে; অথবা করার অপেক্ষায় প্রহর গোনে। আজন্ম কালের বাসনা ভূলে মহান হই; জল কেলি; প্রসন্ন বেদনার ভোর। এখানেই শুরু হয়তো শেষও হবে এখানে। মাঝামাঝি ছন্নছাড়া, প্রহরহারা কয়েকটা ক্ষন।

ভয়ঙ্কর সব চাওয়ার মাঝে দাড়িয়ে মহান হবার স্বপ্ন। যারে নিয়ে রচিত হবে বীজ; সে চায়ই না এসব। তার চাই স্বার্থপরতা অথবা মহান না হবার কামুকতা; শয়নে-স্বপনে। ভূলে যাওয়া সেই সব দিন রাতের অসহ্য কথোপকথন। হুল ফোটায়; বাচ্চা দেয়; ভালোবাসার ভ্রুন ছাড়াই।

আবার সে বাচ্চা মেরেও ফেলে মুখে লবন মেখে। দাতে দাত রেখে কিটমিট করে; অট্টহাসি হাসে। কোন কিছুরই কারন খুঁজে পাইনা মাঝে মাঝে; যে পায় তার কাছে জিজ্ঞেস করার সাহস নেই; অতঃপর অজানাই থেকে যায় আমার কারনহীন অকারনগুলি। জানার চেষ্টা করে আবার না জানার ভান, আমি আর আমার অস্তিত্বহীন বাসনা। ক্লান্ত পথের পাশে অবহেলায় ফুটে থাকা পদতলিত পুস্প।

নামকামহীন এক পুস্পর প্রতি অতৃপ্ত কৌতুহল। তাড়িয়ে বেড়ায় অকারনে; হয়তো কারন আছে; হয়তো নেই; খুঁজে দেখা হয়নি কোনদিন। রাতের ট্রেনের সিগন্যাল দেয়া বৃদ্ধ নাবিক আজকাল রাতেই ঘুমায়; তার রাতে ঘুমানোর কথা না। তার ঘুমানোর কথা সকাল, দুপুর; যখন আমার ঘুমানোর কথা; কারনহীন ঘুম। কারন খুঁজে বের করার ঘুম।

প্রসব বেদনার আগমুহুর্তের মায়ের চোখের ঘুম; এই ঘুমই আমার কামনার; কারন নেই কিন্তু কোন!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.